Shani Sare Sati : ২৫ বছর পর এই রাশিতে শুরু সাড়ে সাতি, মঙ্গল-শনির জোড়া প্যাঁচে উঠতে পারে নাভিঃশ্বাস

মার্চ মাসে শনির রাশি পরিবর্তনের কারণে কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে সাড়ে শুরুর জন্য সরকারি ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা নতুন সমস্যার সম্মুখীন হতে পারেন।

Continues below advertisement

গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর নির্ভর করে কোন রাশির জন্য কোন সময়টা ভাল।  ২০২৫ সালটা  মেষ রাশির জন্য কি কঠিন ? এই প্রশ্নটাই কুরে কুরে খাচ্ছে জাতকদের। কারণ , ২০২৫ সালের মার্চ পর্যন্ত শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, তারপরই ২৯ মার্চ মেষ রাশির শনির সাড়ে সাতি শুরু হবে। এটাই প্রথম পর্যায়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে , প্রায় ২৫ বছর পর সাড়ে সাতির প্রভাবে আসবে এই রাশি। 

Continues below advertisement

জ্যোতিষশাস্ত্র বলেছে, এই রাশির জাতকদের কর্মফল অনুসারে ফল পেতে হবে। সারা বছর ধরে নানা মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে।  পায়ে আঘাতের আশঙ্কা রয়েছে। রাহু ২০২৫ সালের মে মাস পর্যন্ত মীন রাশিতে থাকবে। তার প্রভাবে ভোগাতে পারে  পেটের রোগ । অপ্রয়োজনীয় অর্থ ব্যয় থেকে সাবধানে থাকতে হবে। সারা বছর ধরে নানা আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।

মার্চ থেকে কোন মাস কেমন কাটবে

মার্চ মাসে শনির রাশি পরিবর্তনের কারণে কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে সাড়ে শুরুর জন্য সরকারি ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা নতুন সমস্যার সম্মুখীন হতে পারেন। এপ্রিল মাসে ব্যবসায়ীদের অপ্রয়োজনীয়ভাবে দৌড়াদৌড়ি করতে হতে পারে এবং সম্পত্তি সম্পর্কিত বিরোধ দেখা দিতে পারে। এরপর  মে এবং জুন মাসে, মঙ্গল এবং শনির মধ্যে যৌথ প্রভাবে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ অপ্রয়োজনীয় জটিলতায় আটকে যেতে পারে। জুলাই মাসে, সমস্যার সমাধান  হতে পারে।  পুরনো বিরোধের সমাধান হতে পারে । অগাস্টে অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন এবং সংযত আচরণের মাধ্যমে পরিস্থিতি সমাধান করুন। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে অর্থ প্রাপ্তির ভালো সম্ভাবনা থাকবে এবং বিলম্বিত কাজগুলি সম্পন্ন হবে। বছরের শেষভাগটায় ঝুটঝামেলা আসতে পারে। উদ্বেগে থাকতে পারেন।  শিক্ষাক্ষেত্রে এই সময়টি ভালো যাবে।  আত্মবিশ্বাস রাখতে হবে। 

প্রতিকার:  প্রতিদিন শনি স্তোত্র এবং প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করা উপকারে আসতে পারে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।           

Continues below advertisement
Sponsored Links by Taboola