বঢোদরা: বয়স ৫০-র গণ্ডি পার করেছে। তবে কথায় আছে না, 'ফর্ম ইজ় টেম্পোরারি, ক্লাস ইজ় পারমানেন্ট' অর্থাৎ ফর্ম আসবে যাবে, কিন্তু ক্লাস সর্বদাই বজায় থাকে। ঠিক তেমনটাই ধরা পড়ল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে। না না চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিরাট কোহলির খেলা ৮৪ রানের ইনিংসের কথা বলা হচ্ছে না। এখানে কথা হচ্ছে বিরাটের গুরু, তাঁর পছন্দের ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)।
চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই বুধবার ফের একবার ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। তবে মঞ্চটা ছিল ভিন্ন। এখানে বিরাট, রোহিতরা নন, বরং এখনও ভারতের হয়ে মাঠে নামেন সচিন, যুবরাজ সিংহরা। অবসরপ্রাপ্ত বা চুক্তিহীন ক্রিকেটারদের নিয়ে চলা ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগেই (International Master League) নিজের অনবদ্য ব্যাটিংয়ে সকলকে মোহিত করলেন 'মাস্টার ব্লাস্টার'।
বঢোদরায় শেন ওয়াটসন ও ডাঙ্কের শতরানে ভর অস্ট্রেলিয়া মাস্টার্স ২৬৯ রান বোর্ডে খাড়া করে। ২৭০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যের সামনে ভারত মাস্টার্সের হয়ে সচিনই লড়াইটা করেন। ৩৩ বলে ৬৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। মাত্র ২৭ বলেই নিজের অর্ধশতরান পূরণ করেন সচিন। তবে তাতে লাভের লাভ হয়নি। ভারতীয় মাস্টার্স ম্যাচে ৯৫ রানে পরাজিত হয়। টুর্নামেন্টে এটাই সচিনদের দলের প্রথম হার। তবে মাঠে উপস্থিত জনগণ সচিনের ব্যাটিং কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। তাঁর ৫০-র কোটা পার করেও এহেন ব্যাটিংয়ে মুগ্ধ নেটিজেনরাও।
সচিন নিজের ৬৪ রানের ইনিংসে সাতটি চার তো মারেনই, পাশাপাশি অজ়ি বোলারদের চারটি ছক্কাও হাঁকান তিনি। সচিনের ইনিংস ভারতীয় দলের হয়ে আশার আলো দেখিয়েছিল বটে। তবে শেষ পর্যন্ত ১৭৪ রানে অল আউট হয়ে যায় ভারত। সচিনের আউট হওয়ার পরে ভারতীয় দলের কেউই আর তেমন প্রভাব বিস্তার করতে পারেননি।
আরও পড়ুন: পায়ের চোটে ছিটকে গিয়েছেন ইংল্যান্ড বোলার, পরিবর্তে সানরাইজার্সে যোগ দিলেন প্রোটিয়া অলরাউন্ডার