বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মের ফল দাতা বলা হয়। তিনি ন্যায় বিচার দেন। প্রতিটি রাশির জাতকের জীবনকে কোনও না কোনওভাবে প্রভাবিত করেন শনি । শনি হল নবগ্রহের একমাত্র গ্রহ, যাকে বিচার দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় শনির প্রকোপের সম্মুখীন হন। তিনি কর্ম অনুসারে ফল দেন। যদিও শনিকে একটি নিষ্ঠুর গ্রহ মনে করা হয়। তবে কোনও কোনও ক্ষেত্রে শনির আশীর্বাদে দরিদ্র হতে পারেন রাজা। জ্যোতিষশাস্ত্রে শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন। ২০২৫ সালের মার্চ পর্যন্ত এখানেই থাকবেন শনি। শনি এই রাশিতেই থাকায় শশ রাজযোগ তৈরি হচ্ছে। তাই ২০২৫ সালের মার্চের আগে অবধিই দারুণ সুসময় চলছে কয়েকটি রাশির। সময়টা কাজে লাগানো খুব জরুরি। 


 
তুলা রাশিফল
কুম্ভ রাশিতে শনির অবস্থানে শশ রাজ যোগ তৈরি হয়েছে।  তুলা রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হতে পারে সময়টা। শনি এই রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ দিন বয়ে আনছে । তাই তুলা রাশির জাতকরা এই সময়টায় অনেক উপকৃত হবেন।  সমাজে সম্মান বাড়বে।  পদোন্নতির সঙ্গে কর্মচারীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।  মানসিক স্বাস্থ্য স্থিতিশীল হবে।  সরকারি কর্মচারীদের  জন্যও এই সময়টা খুবই উপযোগী হবে।   চাকরি পরিবর্তনের ভেবে থাকলে সময়টা কাজে লাগান। 


কুম্ভ রাশিফল
কুম্ভ রাশির জাতকদের জন্যও শনির শশ রাজ যোগ উপকারী। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।  এই সময়ে কুম্ভ রাশির জাতকদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে।  প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। প্রচুর অর্থ উপার্জন করতে পারে। আচমকা কেউ উপহার দিতে পারে।  আর্থিক লাভ হতে পারে হাল ছেড়ে দেওয়া বিনিয়োগ থেকেও।  আরও পড়ুন- স্বপ্নে প্রচুর টাকা, সোনা-রূপার গয়না দেখা শুভ না অশুভ? স্বপ্ন বিজ্ঞান কি বলে জেনে নিন


মকর রাশিফল
মকর রাশির জাতক জাতিকাদের জন্যও শনির শশ রাজ যোগ খুব বিশেষ হতে পারে। এই সময়ের মধ্যে মকর রাশির জাতকরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।  কঠোর পরিশ্রমের পুরষ্কার কাটাতে পারেন। উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ হতে পারে।  দাম্পত্য জীবনে শান্তি আসবে।  যেকোনো বাধা এই সময়ে শেষ হতে পারে। সেই সঙ্গে বিয়ের জায়গাও আসতে পারে।  বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন তারাও সাফল্য পেতে পারেন।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।