নয়াদিল্লি : জ্যোতিষশাস্ত্রে, শনিকে বলা হয় ন্যায়ের দেবতা। তিনি লোককে কর্ম অনুসারে ফল দেন।  তাই তাঁকে বলা হয় বিচারক গ্রহ। শনি দেবতা কর্ম ঘরের অধিপতি, তাই এঁর শুভ প্রভাবে কেউ কেউ ব্যক্তি জীবনে খুব ইতিবাচক ফল পান। আবার শনির রোষে জীবন তোলপাড়ও হয়ে যেতে পারে। ২০২৪ সালে, শনি তিনবার তার গতি পরিবর্তন করবে।


১১ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত শনি অস্তমিত থাকবে। ১৮ মার্চ শনি ফের উদিত হবেন। আবার ২৯ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত, শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী থাকবে। শনির গতি বদল কিছু রাশির ব্যক্তিকে শনির দোষ থেকে স্বস্তি দেবে।  


বৃষ রাশি 
বৃষ রাশির জাতক জাতিকারা শনির পরিবর্তনে অনেক সুবিধা পাবেন। এই রাশির জাতকদের জীবনে অনেক ভাল এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। শনিদেবের কৃপায় এই রাশির জাতক-জাতিকাদের জীবন সম্পূর্ণ বদলে যাবে। শনি দোষ থেকে মুক্তি পেতে পারেন তাঁরা। এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে সম্পদ ও সমৃদ্ধি আসবে। শনির কৃপায় কেউ কেউ আর্থিক সুবিধা পেতে পারেন। এছাড়া কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ পাবেন তাঁরা। ব্যবসায়ও শনির কৃপায় অনেক নতুন সুযোগ পাবেন বৃষ রাশির জাতকরা। সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে এঁদের।


কর্কট রাশি 
এই বছর কর্কট রাশির জাতকদের জন্য শনি খুব শুভ ফল দিতে চলেছে। প্রতিটি কাজে সাফল্য পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের সব কাজে সাফল্য পাবে। এই রাশির জাতকরাও বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। ২০২৪ সালে শনি সম্পদ,উচ্চ পদ এবং প্রতিপত্তি নিয়ে আসবে। শনির উত্থানের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতকদের জীবনে উন্নতি হবে। এই রাশির জাতকরা অর্থ সঞ্চয় করতে সফল হবেন। চাকরিতে ভাল পারফর্ম্যান্সের জন্য প্রশংসা পাবেন। 


কুম্ভ রাশি 
২০২৪ সালে, শনি মকর রাশির জাতকদের প্রতি সদয় হতে চলেছেন। সাড়ে সাতির প্রভাব এঁদের উপর কম হবে। কর্মজীবনে চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পাবেন। বড় কিছু অর্জন করতে পারেন। এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 


ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের পরিশ্রমের পূর্ণ ফল দেবেন শনি। কর্মজীবনে অগ্রগতি হবে। শনি এই রাশির ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভ নিয়ে আসবে।    


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন


মাটিতে কম্বল পেতে ঘুম, ডাবের জল পান, অভিষেক অনুষ্ঠানের আগে আর কী কী করছেন মোদি