আর মাত্র দিন পনেরর অপেক্ষা। তারপরই বিশেষ পরিবর্তন ঘটবে শনির।  জুন মাসেই পিছিয়ে যেতে চলেছেন শনিদেব। যাকে বলা হয় শনির বক্রী। এই অবস্থানে শনি থাকবেন আগামী ৫ মাস। শনির বক্রী কয়েকটি রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে, আবার কারও জন্য আনবে সঙ্কটজনক সময়।  ৫টি রাশি খুবই উপকার পেতে পারেন এই  শনি বক্রী থেকে। 


বৃষ রাশি


বৃষ রাশির জাতকদের জন্য শনির বিপরীতমুখী গতি শুভ ফল বয়ে আনতে চলেছে। এই সময়ে এই রাশির জাতকরা নানাদিক থেকে উপকৃত হবেন। এই ৫ মাসে জাতকদের বদলি হতে পারেন, নতুন চাকরি পেতে পারেন। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। আপনি যদি সম্পত্তি কিনতে চান তবে এই সময়টা কাজে লাগাতে পারেন। কাগজপত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। 


কন্যা রাশি


কন্যা রাশির জাতক - জাতিকাদের জন্য শনির বিপরীতমুখী গতি শুভ হবে। কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়ে আর্থিক সুবিধা পেতে পারেন । এই  ৫ মাস জাতক জাতিকাদের জন্য শুভ লক্ষণ নিয়ে আসবে।  অনেকদিনের আটকে থাকা কাজ হয়ে যেতে পারে।  ব্যবসা করলে নতুন চুক্তি হতে পারে, যার ফল লাভজনক হবে। 


তুলা রাশি


তুলা রাশির জাতক জাতিকারা শনির বিপরীত গতির জন্য শুভ ফল পাবেন। এই সময়ের মধ্যে, এই রাশির জাতকরা আটকে থাকা  কাজগুলি সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ মনোযোগ দিন, ফল পাবেন। আর্থিক লাভের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট কেটে যাবে। আটকে থাকা টাকা ফেরত পাবে। আপনি যদি প্রেমের সম্পর্ক নিয়ে চিন্তিত থাকেন, তবে সঙ্গীর কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে পারেন।


ধনু রাশি


শনির পশ্চাদপদ গতি ধনু রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনবে। এই সময়ে, এই রাশির জাতকদের আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। কাজে গতি আসবে। ধর্মীয় বিষয়ে মন দিতে হবে এবং দাতব্য কাজ করুন। এটি করলে শনিদেবের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে।


মকর রাশি


মকর রাশির জাতিকাদের জন্য শনির বিপরীতমুখী গতি শুভ হবে। এই ৫ মাসে আপনার কাজে আসা বাধা ও লক্ষণ দূর হতে পারে। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে ভালভাবে পরিকল্পনা করুন। খুব কাছের মানুষ ছাড়া কারও ওপর বিশ্বাস রাখা ঠিক হবে না। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)