কলকাতা: সম্প্রতি একটি ১৬ সেকেন্ডের ভিডিও ক্লিপ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi) একটি চলন্ত গাড়ির ভিতরের আসনে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ দেখছেন।  


এই বছরের ৯ জুন, মোদি (PM Modi) টানা তৃতীয়বারের জন্য নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথপাঠ করিয়েছেন। বিদেশি রাষ্ট্রের প্রধান, বিদেশি রাষ্ট্রনেতা, দেশের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রের মুখেরা হাজির ছিলেন ওই অনুষ্ঠানে।


সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার হওয়া যে ভিডিওর কথা বলা হচ্ছে, সেখানে ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে মোদির এই তৃতীয় দফার শপথহগ্রহণ গাড়িতে বসে দেখছেন রাহুল গাঁধী (Rahul Gandhi on PM Modi)। ইনস্টাগ্রামে এই ভিডিও বহু লোক দেখেছেন। পাশাপাশি, X হ্য়ান্ডেলেও এই ভিডিও শেয়ার হয়েছে। সেখানে "Powerful Opposition in India @RahulGandhi" and "Modi 3.0- এই ক্যাপশনগুলি ব্যবহার করা হয়েছে।   




এই একই ভিডিও ক্লিপ ইউটিউবেও (Youtube Viral) শেয়ার হয়েছে (এখানে আর্কাইভ)। সেখানে হিন্দিতে লেখা হয়েছে রাহুল গাঁধী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান দেখছেন। এই পোস্টগুলির আর্কাইভ ভার্সন দেখা যাবে এখানে এবং এখানে


আমরা দেখতে পেয়েছি এই ভিডিও ক্লিপ ম্যানুপুলেট অর্থাৎ কারিকুরি করা হয়েছে।


কী খোঁজ মিলেছে?
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্য়বহার করে দেখা যাচ্ছে এর যে আসল ভিডিও সেটি রাহুল গাঁধীর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ১৭ এপ্রিল পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওতে হিন্দিতে ক্যাপশনে যা লেখা ছিল- তার অর্থ- 'ভারতের জন্য় ভাবছি, ভারতের জন্য খুঁজছি'। ওই গাড়িতে যে স্ক্রিন দেখা যাচ্ছে- ভিডিও দেখলেই দেখা যাচ্ছে ওই স্ক্রিনে মোদির কোনও ভিডিও চলছিল না। সর্বোপরি যে দিন ওই ভিডিও পোস্ট করা হয়েছে রাহুল গাঁধীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তখন  এবারের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণও (যা ছিল ১৯ এপ্রিল) হয়নি। 




ভাইরাল হওয়া ভিডিও এবং মূল ভিডিওর মধ্যে তুল্যমূল্য বিচার করলেই দেখা যাবে একাধিক ফারাক। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মোদি একটি কুর্তার উপর ছাইরঙা একটি জ্যাকেট পরে রয়েছেন। কিন্তু ৯ জুন ২০২৪-এ যে শপথগ্রহণ হয়েছে (এখানে আর্কাইভ) তাতে দেখা যাচ্ছে মোদি একটি সাদা কুর্তা এবং চুরিদার পরেছেন, তার সঙ্গে রয়েছে একটি ঘন নীল রঙা জ্যাকেট।



মোদির জামার এই পার্থক্য থেকেই বলা যায় এই ফুটেজটি ২০২৪ সালের মোদির শপথগ্রহণের নয়। বরং ২০১৯ সালের মোদির শপথগ্রহণের (এখানে আর্কাইভ)। 



কোথা থেকে এই ভাইরাল ভিডিও ক্লিপ এসেছে?
যে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে একটি ওয়াটারমার্ক রয়েছে "@amarprasadreddy." এই অমর প্রসাদ রেড্ডি- যিনি বিজেপির কোনও কর্মী বলে পরিচয় দেন নিজের, তিনি ভাইরাল ভিডিও (এখানে আর্কাইভ) পোস্ট করেছেন। ৯ জুন দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে তাঁর X হ্যান্ডেলে। সেখানে ক্যাপশনে লেখা 'আজকের সন্ধের দৃশ্য'। আমরা রেড্ডি X হ্যান্ডেলে একাধিক পোস্ট দেখেছি (এখানে, এখানে আর্কাইভ)- যা বিরোদীদের কটাক্ষ করে করা। যে এডিটেড ভিডিওটি বিরোধীদের কটাক্ষ করার জন্য তৈরি হয়েছিল, সেটি সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল হয়েছে যে সত্যের অপলাপ হচ্ছে।




    
ফলে যে ভিডিও ভাইরাল হয়েছে, তা digitally altered. আসল ভিডিওতে রাহুল গাঁধী মোদির কোনও অনুষ্ঠান দেখছেন  না।


শক্তি কালেক্টিভের অংশ হিসেবে Logically Facts-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি শিরোনাম, এক্সার্পট-ব্যতীত বাকি অংশ যথাসম্ভব অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক অনুবাদিত এবং অনুলিখিত।


আরও পড়ুন: নীতিশ-মমতা সাক্ষাৎ? ভাইরাল পুরনো ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।