শনির প্রভাব: জ্যোতিষশাস্ত্রে শনিকে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শনিদেবের চলাফেরা প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করে। শনিদেব আজ কুম্ভ রাশিতে পিছিয়ে যাবেন অর্থাৎ ২৯ জুন এবং এই রাশিতে ১৫ নভেম্বর, ২০২৪ পর্যন্ত বিপরীত দিকে যাবেন। শনির এই গতি নেতিবাচক ফল দিতে পারে। এমন পরিস্থিতিতে এসব পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে বিশেষ কিছু কাজ করুন।                                                                                   

  


শনিবারকে ভগবান শনির দিন বলে মনে করা হয়। এই দিনে উপবাস করে শনিদেবের আরাধনা করলে তার আশীর্বাদ পাওয়া যায় এবং শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়।                                                 


শনি চালিসা পাঠ করলে শনিদেব প্রসন্ন হন এবং তার অশুভ নজর থেকে রক্ষা পান।


শনিবার কালো তিল দান করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।


অশ্বত্থকে শনিদেবের প্রিয় গাছ বলে মনে করা হয়। শনিবার অশ্বত্থ গাছের পুজো করলে শনিদেব প্রসন্ন হন।


গোমেদ রত্ন পাথরকে শনি গ্রহের রত্ন পাথর হিসাবে বিবেচনা করা হয়। এটি পরলে শনিদেবের অশুভ নজর পড়ে না।


শনির অশুভ প্রভাব এড়াতে শনি যন্ত্রের পূজা করা উচিত। এর মাধ্যমে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।


প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের দর্শন করা উচিত। এতে খুশি হন শনিদেব।


শনিবার দান করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। হনুমান চালিসা পাঠ করলে শনিদেবও প্রসন্ন হন।


আরও পড়ুন, গ্রহ-নক্ষত্রে বিরাট পরিবর্তন ! জুলাইয়ের প্রথম সপ্তাহেই বদলাবে ৬ রাশির ভাগ্য, পড়ুন রাশিফল


ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে