কলকাতা: রাজ্যে বর্ষা ঢুকে গিয়েছে। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। ফুলে-ফেঁপে উঠেছে নদী। আর দক্ষিণবঙ্গ এখনও অঝোরে বৃষ্টি পেল না। আগামীকাল এবং সামনের কিছুদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (west Bengal weather update)?  


দক্ষিণবঙ্গ:
সোমবার থেকে বৃহস্পতিবার মেঘলা আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে (South Bengal weather update)। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই তালিকায় রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে (North Bengal weather update)।


শুক্রবার বৃষ্টির (Rain update) পূর্বাভাস-  শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব দিকের ও উপকূলের জেলাগুলিতে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে (Weather alert)।


উত্তরবঙ্গ:
আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। এখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। 


মঙ্গলবার অর্থাৎ ২ জুলাই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।


বুধবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়। 


 






ধসের ভয়:
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা জলঢাকা-সহ নদীতে জলস্তর বিপদসীমায় পৌঁছতে পারে। ক্ষতি হতে পারে কাঁচা বাঁধের। নীচু এলাকা প্লাবিত হতে পারে। শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: রোগীর পরিজনের উপর লাঠিচার্জ পুলিশের! চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার!