কলকাতা : শনিদেবের মেজাজ কঠোর। কাউকে ছাড়েন না। যারা অন্যায় করে তাদের প্রতি কড়া নজর রাখেন শনিদেব। শনিদেবের চোখ এড়াতে পারে না কেউ। শনি সকলের কাজের হিসাব রাখেন এবং সময় পেলে শুভ ও অশুভ ফল দেন। শনি যখন বক্রি অর্থাৎ উল্টো দিকে চলে, তখন বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এই সময়ে তিনি খুব রেগে থাকেন এবং যাঁরা অন্যায় করেন তাঁদের ক্ষমা করেন না। জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের এই সময়ে সাবধান হওয়া উচিত।
মেষ রাশির জাতকদের জন্য শনিদেব শুভ ফল নিয়ে আসছেন। শনির সপ্তম ঘর থেকে নবম-পঞ্চম রাজযোগ গঠিত হয়। যে কারণে ব্যবসায়ীদের মুনাফা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অধিক মুনাফা লাভের জন্য অবৈধ কাজ এড়িয়ে চলুন, অন্যথা আপনাকে শনি দরবারে ঘোরাঘুরি করতে হতে পারে। আপনি যদি অফিসে নেতৃত্ব দেন, তবে সহকর্মীদের সঙ্গে সঠিক আচরণ করুন। তাঁদের অযথা হয়রান করবেন না। অন্যথা, আপনাকে HR এর সামনে হাজির হতে হবে। শনির আশীর্বাদ পেতে প্রতিদিন শনি চালিসা পাঠ করুন। শনিবার অসহায় মানুষকে খাবার দিন।
মিথুন রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব এবং রাহুর মধ্যে এখন যে সম্পর্ক রয়েছে তা আপনাকে অসাবধান করে তুলছে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। সতর্ক থাকা প্রয়োজন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। শ্বশুরবাড়ির লোকদের অপমান করবেন না। শনি রেগে গিয়ে জীবনে সমস্যা সৃষ্টি করতে পারেন। শনির আশীর্বাদ পেতে শনিবার গরিব মানুষকে সরিষার তেল দান করুন। শনি মন্ত্রের জপ করুন।
বৃশ্চিক রাশি- আপনার উপর শনি মহারাজের বিশেষ নজর রয়েছে। শনি ধাইয়া চলছে আপনার ওপর। যা চলবে সারা বছর। বর্তমানে শনিদেব চতুর্থ ঘরে শশ যোগ তৈরি করছেন। যে কারণে চিকিৎসা, সেলস, আর্মি-পুলিশ, তথ্যপ্রযুক্তির মতো খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর পরিশ্রম করতে হবে। তবেই তারা ভাল ফল করতে পারবে। আপনাকে ভুল কাজ এড়াতে হবে। অন্যকে খারাপ কথা বলা এড়িয়ে চলুন। কাউকে ঠকাবেন না। লোভ ছাড়া সম্পর্ক বজায় রাখুন। শনিদেবের আশীর্বাদ পেতে, শ্রাবণ মাসে ভগবান শিবকে জল নিবেদন করুন এবং শনি আরতি করুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।