কলকাতা: দিনের পর দিন কাটছে শুধু, কাটছে না শ্যুটিংয়ের জটিলতা। আজও শুরু হল না রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) নতুন ছবির শ্যুটিং। আর এবার এই শ্যুটিং বিতর্ক নিয়ে, রবিবার নিজেদের অবস্থান স্পষ্ট করল আর্টিস্ট ফোরাম। আজ আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানেই স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে তাঁদের মতামত। 


আজ আর্টিস্ট ফোরামের তরফ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে লেখা রয়েছে, 'আপনারা সকলেই অবগত আছেন যে, শ্যুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যার সৃষ্টি হয়েছে এবং তার ফলস্বরূপ আমাদের কাজ ব্যহত হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। আজকের পরিস্থিতিতে আমরা কোনোভাবেই চাই না শ্যুটিং ব্যহত হোক। আমরা সকল সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তির কাছে আবেদন রাখছি, অবিলম্বে আলোচনার মাধ্যমে আপনাদের সমস্ত মতানৈক্যের অবসান ঘটান এবং কর্মক্ষেত্রে সুস্থতা ফিরিয়ে আনুন। ফিল্ম, টেলিভিশন ও ওটিটির মাধ্যমে সমস্ত প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও পরিবেশক ও সংশ্লিষ্ট সকলের স্বার্থে এই অচলাবস্থার সত্বর অবসান হওয়া উচিত। প্রয়োজনে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম সকল ভিন্নমতাম্বীদের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব নিয়ে একটি একটি সমাধানসূত্রের খোঁজে অগ্রণী ভূমিকা নিতে প্রস্তুত। আমরা চাই প্রত্যেক শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিবেশক প্রভৃতি যেন যথাযথ সম্মান সহ স্বক্ষেত্রে কাজ চালিয়ে যেতে পারেন এবং কোনোরকম অসহযোগীতার সম্মুখীন না হন।' এই বিবৃতিতে তিনজনের সাক্ষর রয়েছে। সভাপতি, রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি, জিৎ এবং সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়।


রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) সঙ্গে অসহযোগিতার অবস্থানেই অনড় ফেডারেশন (Tolly Federation)। 'টলিপাড়ার কলাকুশলীদের বঞ্চিত করে শ্যুটিংয়ের বিরোধিতা করছি আমরা। ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার আছে। আমাদের কেউ কাজ না করে চলে যাননি', শনিবার দাবি করেছিলেন টেকনিশিয়ানরা।


 


 






আরও পড়ুন: Tota Roychowdhury: করোনা পরিস্থিতি, আলিয়ার বিয়ে.. 'রকি অউর রানি'-র শ্যুটিংয়ের সময় ঘটেছিল আর কী কী ঘটনা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।