কলকাতা : সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয়। সোমবার, ভগবান মহাদেবকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে পুজো করা হয়। ভক্তরা সোমবার উপবাস পালন করলে উপকার পাবেন বলে মনে করা হয়। শিব পুজোয় শুধু রীতি মানলেই হয় না, কিন্তু প্রথম নিশ্চিত করুন,  পুজো করতে হবে সত্য চিত্তে।


বিশ্বাস করা হয়,ভগবান শিব ভক্তদের নিষ্পাপ মন পছন্দ করেন। সামান্য উপাচারেই ভক্তদের প্রতি সন্তুষ্ট হন। ভোলানাথকে তুষ্ট করতে কয়েকটি ছোট ছোট জিনিস করতে পারলেই হল। তবে মনে রাখতে হবে, কয়েকটি কাজ একেবারেই সোমবারে করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই কাজগুলি করলে ভগবান শঙ্করের আশীর্বাদ পাওয়া যায় না।



সোমবার কী কী কাজ করবেন না



  • সোমবারে খাবারে কম চিনি ব্যবহার করা উচিত।

  • এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না। সোমবার উত্তর, পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে ওই দিকগুলিকে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক পা হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে।

  • সোমবার বাবা-মায়ের সঙ্গে কোনও ধরনের বিতর্ক করা উচিত নয়। এই দিনে পরিবারের সঙ্গে বসে দেবতার স্মরণ করা উচিত।

  • সোমবার শিবপুজোর সঙ্গে সঙ্গে পারিবারিক দেবতাদের পুজোও করা দরকার। নইলে তাঁদের অপমান বলে মনে করা হয়। এই কারণে একজন মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

  • সোমবার রাহুকালে ভ্রমণ এড়িয়ে চলুন এবং এই সময়ে কোনও প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না।

  • এই দিনে বেগুন, সরিষার শাক, কালো তিল, মশলাদার সবজি এবং কাঁঠাল ইত্যাদি খাবেন না। এ ছাড়া কালো, নীল, বাদামি ও বেগুনি রঙের পোশাক এড়িয়ে চলতে পারলে ভাল।

  • এই দিনে ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয়, কালো ফুলও দেওয়া উচিত নয়। এমনটা খুবই অশুভ বলে মনে করা হয়।

  • সোমবার কারও সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন।

  • যদি কোনো ব্যক্তির কুণ্ডলীতে যদি চন্দ্র দোষ থাকে, তাহলে শিবলিঙ্গে দুধ বা জলদান করলে ভাল। সকালে ঘুম থেকে উঠে এই জল পিপল গাছে ঢালতে হবে। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


আরও পড়ুন :


বাড়ির মূল দরজায় রাখুন এই জিনিসগুলি, ধনদেবী লক্ষ্মীর মিলবে দেখা