কলকাতা : হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন-বৈভবের দেবী জ্ঞানে পুজো করা হয়। সকলেই মা লক্ষ্মীর কৃপালাভ করতে চান। চান, তাঁর ঘরে যেন সদা বিরাজ করেন এই দেবী।


মা লক্ষ্মীর কৃপা লাভ করতে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে বাস্তু শাস্ত্রে। যা অনুসরণ করলে আপনার বাড়িতে বাস করবেন দেবী এবং কখনো ধন-সম্পদের অভাব হবে না বলে বিশ্বাস। বাস্তু শাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে, যা বাড়ির প্রধান দরজায় রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হন । সেখানে বসবাস করেন। 


তুলসি গাছ - বাড়ির প্রধান দরজায় তুলসি গাছ লাগাতে পারেন। মনে করা হয়, এমনটা করলে আর্থিক স্থিতি মজবুত হতে পারে। হিন্দু ধর্মে, তুলসি গাছের অনেক গুরুত্ব। বিশ্বাস করা হয় যে, তুলসি গাছের পুজো করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু প্রসন্ন হন।


শুভ-লাভ চিহ্ন - বাড়ির মূল দরজার ডানদিকে শুভ চিহ্ন বা কুমকুম দিয়ে চিহ্নিত করা খুবই শুভ বলে মনে করা হয়। এমন বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে না। এর পাশাপাশি পরিবারে সুখ-শান্তি থাকে এবং অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়।


বাঁধনওয়ার - যে কোনও শুভ কাজের সময় বাড়ির প্রধান দরজায় বাঁধনওয়ার স্থাপন করা হয়। এর পিছনে একটি বিশ্বাস রয়েছে যে, বাঁধনওয়ার থাকলে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। সেই কারণেই দীপাবলির মতো শুভ সময়ে বাড়ির প্রধান দরজায় বাঁধনওয়ার লাগানো হয়।


গাছ- বাস্তুশাস্ত্রে অনেক গাছের কথা বলা হয়েছে, যা বাড়ির মূল প্রবেশদ্বারে লাগানো যেতে পারে। তবে শুক্রবারে বাড়ির প্রধান দরজায় সুগন্ধি ফুলের চারা লাগালে তা বাড়ির অর্থনৈতিক অবস্থাকে মজবুত করে।  


মা লক্ষ্মীর চরণ চিহ্ন- যে ঘরের প্রধান দরজায় মা লক্ষ্মীর চরণ চিহ্ন বা ছবি থাকে, সেখানেও মা লক্ষ্মী বাস করেন বলে বিশ্বাস। এরকম বাড়িতে সুখ-সমৃদ্ধি বিরাজ করে। আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না। 


আরও পড়ুন ; দূর হবে শনির দোষ, অশুভ শক্তি থেকেও রক্ষা ; বাড়ির সামনে লাগান এই গাছ


ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।