কলকাতা: শিবরাত্রির আরাধনা করে গোটা দেশ। শিবরাত্রির এই দিনটিতে বহু মানুষ অপেক্ষা করেন ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। সারারাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা। শিব ভক্তদের কাছে মহা শিবরাত্রির দিনটি কোনো উৎসবের চেয়ে কম নয়। শিবরাত্রি বছরে দু'বার আসে। ফাল্গুন মাসে যে শিবরাত্রি আসে তাকে বলা হয় মহাশিবরাত্রি। ভক্তরা মহাশিবরাত্রি উপবাস পালন করে মহাদেবের পুজো করেন।
২০২২ সালে মহাশিবরাত্রি পালিত হচ্ছে ১ মার্চ, মঙ্গলবার। বিশ্বাস করা হয় , ভক্তরা মহাশিবরাত্রিতে নিজের মনের থেকে চিত্তে ভগবান শিব ও পার্বতীর আরাধনা করার পাশাপাশি উপবাস পালন করলে, ভগবান শিব এবং পার্বতী তাদের সমস্ত ইচ্ছে পূরণ করেন। এই দিনে মহাশিবরাত্রি উপলক্ষে সারা ভারতবর্ষে জুড়ে নানান জায়গায় মহাসমারোহে সাথে পুজোর আয়োজন করা হয়। এক নজরে দেখে নিন মহাশিবরাত্রির শুভ সময় । কোন শুভক্ষণে পুজো অর্চনা করলে ভাগ্য শুভ হবে?
মহাশিবরাত্রির শুভ সময়
মহাশিবরাত্রির সূচনা – ১ মার্চ, ৩.১৬ মিনিট (সকাল)
মহাশিবরাত্রির সমাপ্তি- ২ মার্চ, ১০.০০ (সকাল)
মহাশিবরাত্রির পুজোর শুভ সময়
রাতে আরাধনার সময় – ১ মার্চ, ৬.২২মিনিট (সন্ধ্যা) – ১২.৩৩ মিনিট পর্যন্ত (রাত্রি)
প্রথম প্রহর – ৬.২১ মিনিট থেকে ৯.২৭ মিনিট পর্যন্ত
দ্বিতীয় প্রহর – রাত ৯.২৭ মিনিট থেকে ১২.৩৩ মিনিট পর্যন্ত
তৃতীয় প্রহর- রাত ১২.৩৩ মিনিট থেকে ভোর ৩.৩৯ মিনিট পর্যন্ত
চতুর্থ প্রহর – ২ মার্চ, সকাল ৩.৩৯ মিনিট থেকে সকাল ৬.৪৫ মিনিট পর্যন্ত
মহাশিবরাত্রির দিন ভগবান শঙ্করকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। খেয়াল রাখবেন যেন সারা রাত প্রদীপ জ্বলে। এর পরে ভগবান শিবকে চন্দনের তিলক লাগাবেন। এই নিয়ম মানলেই শুভ যোগের সম্ভাবনা। ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমঃ শিবায় জপ করবেন এই পুজোর সময়।