Whatsapp New Features: হোয়াটসঅ্যাপ স্টেটাসে (Whatsapp Status) যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে (Instant Messaging App) কী কী নতুন ফিচার যুক্ত হয়েছে। এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট। সেই সঙ্গে ইউজারদের নিরাপত্তার খাতিরে অ্যাডভান্স প্রাইভেসি সেটিংসও যুক্ত হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা যাবে ভয়েস বা অডিও ফাইল। কারও স্টেটাস থেকে ভাল লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এছাড়াও স্টেটাস আপডেটে পাওয়া যাবে লিঙ্ক প্রিভিউ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপ স্টেটাসে এই সমস্ত আপডেট রোল আউট করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন প্রাইভেসি অপশনের ক্ষেত্রে ইউজাররা বেছে নিতে পারবেন যে কারা তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন, আর কারা দেখবেন না। একবার যাঁদেরকে স্টেটাস দেখার থেকে রেস্ট্রিক্ট করা হবে তাঁরা আর স্টেটাস দেখতে পাবেন না হোয়াটসঅ্যাপে। এর পাশাপাশি ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্টেটাসে দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে। এছাড়াও স্টেটাস আপডেটে ইমোজির সাহায্যেও রিপ্লাই দিতে পারবেন ইউজাররা। কোনও ইউজার স্টেটাস আপডেট করলে তাঁর প্রোফাইল পিকচারের চারধারে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনও কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি স্টেটাস দেখতে পাবেন। এছাড়াও কোনও স্টেটাসের রিপ্লাই দিতে হলে ওই নির্দিষ্ট স্টেটাসের উপর একবার সোয়াইপ করে ৮টি ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দিতে পারবেন।
মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) সম্প্রতি ইউজারদের সুবিধার জন্য একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। শোনা যাচ্ছে, এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ইউজার গুরুত্বপূর্ণ মেসেজ পিন (Pinned Message) করে রাখার সুবিধা পাবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাট বা গ্রুপ পিন করার সুবিধা পান ইউজাররা। এই ফিচারেই সামান্য আপডেট যুক্ত হচ্ছে। নতুন ফিচার হোয়াটসঅ্যাপে এলে ইউজারদের দারুণ সুবিধা হবে। নিমেষের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ খুজে পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই ফিচার লঞ্চের কথা প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই ফিচার পাওয়া যাবে। 'পিন' মেসেজ সাধারণত ইউজারদের গুরুত্বপূর্ণ মেসেজ কম সময়ে খুঁজে বের করতে সাহায্য করে। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু হলে এই সুবিধাই পাবেন ইউজাররা। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, অ্যাপের পরবর্তী আপডেটে যুক্ত হবে এই নতুন ফিচার।
আরও পড়ুন- কর্মী ছাঁটাই জুম ভিডিও কমিউনিকেশনে, চাকরি খোয়ালেন ১৩০০ কর্মী, ওয়ার্কফোর্স কমছে ১৫ শতাংশ