নয়া দিল্লি: হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে। ভোলানাথকে উৎসর্গ করা হয় এই মাসটি। এই মাসেই দেশের সব শিবালয়ে শোনা যায় হর হর মহাদেবের ধ্বনি। এই শিবলিঙ্গগুলির প্রত্যেকটির নিজস্ব মহিমা রয়েছে। যেখানে দর্শনের জন্য ভক্তদের ভিড় লেগেই থাকে। 


এমনই এক শিবলিঙ্গের কথা জানা যায়, যেখানে হঠাৎ করেই আবির্ভূত এই শিবলিঙ্গ সবাইকে অবাক করে দিয়েছিল। এই শিব মন্দিরটি ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলা থেকে ১০৬ কিলোমিটার দূরে ভানওয়ারপুর গ্রামে অবস্থিত। এই মন্দির সম্পর্কে স্থানীয়দের দাবি, এই শিবলিঙ্গ স্বয়ম্ভূ। শ্রাবণ মাসে এখানে ভক্তদের আগমন ঘটে রেকর্ডহারে।                                                  


জেনে নিন মন্দিরের ইতিহাস


এই মন্দিরের ইতিহাস অবাক করা। স্থানীয়দের মতে, এই মন্দিরের জায়গায় আগে একটি জমি ছিল। এই জমির মালিক যিনি একজন কৃষক ছিলেন তিনি সেখানে সেচের জন্য একটি কূপ খনন করতে চেয়েছিলেন। এ সময় সেখানে একটি গোলাকার পাথর পাওয়া যায় যা খনন কাজ শেষ হতে দিচ্ছে না। কৃষকের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও সেখান থেকে পাথর সরানো যায়নি।


পরের দিন সেই জায়গায় পাথরটি নিজেই বৃত্তাকার আকারে বেরিয়ে আসে। দিনের পর দিন সেই শিবলিঙ্গ নিজে থেকেই বেরিয়ে আসতে থাকে। এরপর গ্রামবাসীরা সেখানে একটি ছোট মন্দির তৈরি করে শিবলিঙ্গের পূজা শুরু করে। 


মন্দিরের কাছে একটি কূপ নির্মিত হয়েছিল, যা এখনও সেখানে রয়েছে। জনসাধারণের সহযোগিতায় এই মন্দিরটি আজ বেশ জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। যেখানে আজ দূর-দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসেন। আমরা আপনাকে বলি যে আজ শিবলিঙ্গ মাটি থেকে ৩ ফুটেরও বেশি উপরে এসেছে। এখানে দাবি করা হয়েছে যে এর উচ্চতা দিন দিন বাড়ছে। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে