কলকাতা: চার মাস ধরে রেশন-বণ্টন হয়নি, অভিযোগে এক মহিলা 'পাবলিক ডিসট্রিবিউশন সিস্টেম' ডিলারের (Public Distribution System Dealer Paraded In Garland Of Slippers) গলায় চটির মালা ঝুলিয়ে গোটা গ্রাম ঘোরালেন বাসিন্দারা। ঝাড়খণ্ডের দুমকা জেলার ঘটনা। গত কাল, পুর-পরিষেবার হাল নিয়ে নবান্ন সভাঘরের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ' আমি টাকা তোলার মাস্টার চাই না, জনসেবক চাই। যাঁরা পারবেন তাঁরা করবেন, আগামীতে টিকিট পাবেন। যাঁরা করবেন না, তাঁদের ছুড়ে ফেলা হবে। যত বড় নেতাই হোক।' ঝাড়খণ্ডের সাধারণ গ্রামবাসীরা আর মৌখিক হুঁশিয়ারিতে আটকে রইলেন না, এমনই প্রাথমিক ভাবে উঠে এসেছে।
বিশদ...
দুমকা জেলার গোপোকান্দার পুলিশ স্টেশন এলাকার মধ্যে মধুবন গ্রামে গত কাল, অর্থাৎ সোমবার, এই ঘটনা ঘটে। রেশনের উপভোক্তাদের অভিযোগ, গত চার মাস ধরে রেশন সামগ্রী বিতরণ করেননি ওই ডিলার। গোপোকান্দার পুলিশ স্টেশনের স্টেশন-ইন-চার্জ রঞ্জিত মণ্ডল জানান, এর প্রতিবাদে গোবিন্দপুর-সাহেবগঞ্জ রাজ্য় সড়কও অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। পরে বিক্ষোভকারীদের শান্ত করে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। এও আশ্বাস দেওয়া হয়েছিল, যে আজ, মঙ্গলবার, রেশন বণ্টন করা হবে। স্থানীয় বিডিও প্রাথমিক অনুসন্ধান করে জানিয়েছেন, গত মে মাসে বণ্টনযোগ্য রেশন-সামগ্রীর মোটে ৬০ শতাংশ বিতরণ করেছিলেন ওই ডিলার। জুনে সেই হার এখনও পর্যন্ত ৭ শতাংশ। সবটা শুনে, বিডিও-কে ডিস্ট্রিক্ট সাপ্লাই অফিসারের নির্দেশ, ২৫ জুন অর্থাৎ আজকের মধ্যেই রেশন বণ্টন করে ফেলতে হবে। প্রসঙ্গত, এই রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছে আমাদের রাজ্য়ও।
রেশন দুর্নীতি...
এই মামলাতেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। হালে, এই মামলার জন্য টানা প্রায় ঘণ্টাপাঁচেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদমাধ্যমকে পরে তিনি শুধু এটুকু বলেন, 'দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। নথি চেয়েছিল, দিয়েছি।' রেশন দুর্নীতি মামলায় গত ৫ জুনই তলব করা হয়েছিল অভিনেত্রীকে। তবে বিদেশে থাকায় তখন সময় চান ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিযুক্তদের অ্যাকাউন্টের তদন্তে ঋতুপর্ণার নাম সামনে এসেছিল বলে সূত্রের খবর। তবে কি এই দুর্নীতির টাকা ঋতুপর্ণার অ্যাকাউন্টে ঘুরপথে গিয়েছিল? সম্ভবত, এই সবই অভিনেত্রীর কাছে জানতে চান ইডি আধিকারিকরা। তার আগেই অবশ্য চাঞ্চল্যকর আরও একটি বিষয় আদালতে দাবি করে ইডি। রিপোর্টে আদালতকে জানায়, জ্য়োতিপ্রিয়র আমলে যে রেশন বণ্টনে দুর্নীতি হয়েছে সে কথা জেরায় স্বীকার করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন:আফগানিস্তানের রাস্তায় জনসমুদ্র, রশিদদের জয়ের আনন্দে সঙ্গী হাজার হাজার মানুষ