জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে ধন,ঐশ্বর্য, সুখ, সম্পদ, আকর্ষণ এবং ভোগ-বিলাসের কারক গ্রহ বলে মনে করা হয়। গত রবিবার  ২ মার্চ থেকেই শুক্র উল্টো গতিতে চলতে শুরু করেছে। জ্যোতিষশাস্ত্রের ভাষায়  একে বক্রী বলা হয়ে যাবে। প্রায় ৯০ দিন ধরে শুক্র মীন রাশিতে অবস্থান করবে। আর এর সুফল ভোগ করবে বেশ কয়েকটি রাশি।           

৯০ দিন মীন রাশিতে শুক্রের প্রভাব

জ্যোতিষা শাস্ত্রবিদ,  অনীশ ব্যাস এবিপি লাইভকে জানালেন, শুক্র ২ মার্চ সকাল ০৬:০৪ টায় মীন রাশিতে বক্রী হয়েছে। এরপর ১৩ এপ্রিল ফের মার্গী হবে কিন্তু মীন রাশিতেই থাকবে। পুনরায় ৩১ মে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। এইভাবে বক্রী এবং মার্গী অবস্থায় শুক্র ৯০ দিন মীন রাশিতে থাকবে এবং এর সুফল ভোগ করবে অনেকগুলি রাশি।                               

মেষ রাশি (Aries)এই রাশির জাতকদের  দাম্পত্য জীবন ভালো কাটবে। আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে ।  ধর্ম-কর্মের কাজে মতি হবে।   কর্মক্ষেত্রেও লাভের যোগ রয়েছে। তাই মোটের উপর সময়টা ভাল। বিশেষ করে শুভ কাজ করার জন্য।            

বৃষ রাশি (Taurus)শুক্র প্রতিটি ক্ষেত্রেই  সাফল্য এনে দেবে বৃষ রাশির জাতকদের। এই সময় ধন-সম্পদ বৃদ্ধি পাবে। কাজগুলি সুসম্পন্ন হবে। চাকরি-ব্যবসা প্রতিটি ক্ষেত্রে লাভ হবে এবং জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

তুলা রাশি (Libra)মীন রাশিতে বক্রী হওয়ার সঙ্গে সঙ্গেই শুক্র তুলা রাশির জীবনে আনন্দের বন্যা নিয়ে আসতে শুরু করেছে। এই সময় জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। বাবার সম্পত্তি থেকে কিছু লাভ হতে পারে অথবা অর্থনৈতিক লাভও হতে পারে।

ধনু রাশি (Sagittarius)এই রাশির জাতকদের মধ্যে যাঁরা চাকরি করেন, তাঁরা ভাল পদ পেতে পারেন।  আয়ও বৃদ্ধি পেতে পারে। এই সময় গৃহ ও যানবাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে। ভ্রমণের জন্যও সময় শুভ।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।