কলকাতা : জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে কোনও রাশি সম্পর্কে জানা যায়। গ্রহের অবস্থান প্রতি মাসে আলাদা আলাদা হয়। আসুন মাসিক রাশিফলে জেনে নিই, এপ্রিল (April 2025) মাস সিংহ রাশির জাতকদের জন্য কেমন থাকবে (Leo Monthly Horoscope)। মাসিক রাশিফল (Masik Rashifal)-এ জেনে নেওয়া যাবে যে এপ্রিল মাস আপনার কর্মজীবন, ব্যবসা, অর্থ, স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে কেমন থাকবে। সঙ্গে সঙ্গে কোন বিষয়গুলি থেকে সাবধান থাকা প্রয়োজন তাও জেনে নেওয়া যাবে।
এপ্রিল মাসটা কেমন কাটবে সিংহ রাশির জাতকদের ?
সিংহ রাশির জাতকদের জন্য এপ্রিল মাস শুভ ফল নিয়ে আসবে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনও বিশেষ কাজ সম্পন্ন হওয়ার আশা করে থাকেন তাহলে আপনার সেই ইচ্ছা এই মাসের শুরুতেই পূরণ হবে। মাসের শুরুটা কিছুটা ব্যস্ততাপূর্ণ থাকবে। এই সময় আপনার করা সকল প্রচেষ্টা সফল হবে এবং অর্থ লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে।
মাসের শুরুতে সন্তান সংক্রান্ত কোনও শুভ সংবাদ পেতে পারেন, যার ফলে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। যারা যৌথভাবে ব্যবসা করেন তাঁদের জন্য এই সময় অনুকূল। তাঁরা ব্যবসায় প্রচুর লাভ করার সুযোগ পেতে পারেন। কিন্তু কোনও পরিকল্পনা নিয়ে এগনোর সময় অর্থের লেনদেনে সাবধানতা অবলম্বন করুন।
মাসের মাঝামাঝি সময়ে বিলাসবহুল জিনিসপত্রে বেশি অর্থ ব্যয় করতে পারেন। এই সময় পরিবারে ধর্মীয় বা শুভ কাজ হতে পারে। জমি-বাড়ি ক্রয়-বিক্রয় থেকে ইচ্ছামতো লাভ পাবেন।
মাসের শেষের দিকে পারিবারিক সমস্যা নিয়ে মন চিন্তিত থাকতে পারে। এই সময় আপনার কথা এবং আচরণ নিয়ন্ত্রণে রাখুন। প্রেম-প্রণয়ের মধ্যে যে কোনও ভুল বোঝাবুঝি দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে।
৩০ মার্চ, রবিবার দিনটি কেমন কাটবে সিংহ রাশির ?
সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের পরিকল্পিত কাজগুলি সম্পন্ন হবে। আপনার কোনও পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কিছু নতুন যোগাযোগ থেকে লাভবান হবেন, কিন্তু আপনি কোনও কাজে ভেবেচিন্তে না করে হাত দেবেন না। আপনার জটিলতা বেশি থাকার ফলে সমস্যা বাড়বে। চাকরিজীবীদের উন্নতির ফলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতে পারে। আপনার কিছু সমস্যা পরিবারের সদস্যদের সামনে আসতে পারে। আপনাকে আর্থিক প্রতিশ্রুতি ভেবেচিন্তে দিতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।