Solar Eclipse 2025:  ২১ সেপ্টেম্বর রাত ১১:০০ টা থেকে ২২ সেপ্টেম্বর ভোর ৩:২৪ টা (IST) সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে,  এটি আংশিক সূর্যগ্রহণ হবে, তবে এর প্রভাব  কিন্তু কম হবে না।  আংশিক সূর্যগ্রহণটি  ভারতে কোথাও থেকেই দৃশ্যমান হবে না। তবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশ থেকে এটি দেখা সম্ভব হবে।  জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২১শে সেপ্টেম্বর  আংশিক সূর্যগ্রহণটি কন্যা রাশিতে ঘটছে । 

Continues below advertisement

এই বছর মার্চ মাসে বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল। সেটিও ভারত থেকে দেখা যায়নি। সেইরকমভাবেই ২১  সেপ্টেম্বরের দ্বিতীয় সূর্যগ্রহণও ভারত থেকে দেখা যাবে না। হিন্দুশাস্ত্রে গ্রহণ কালকে অশুভ মনে করা হয়, যা ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।কেউ কেউ দাবি করছেন, সূর্যগ্রহণের প্রভাবের সঙ্গেই কী সত্যি হয়ে যাবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?   

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ২০২৫

Continues below advertisement

  • বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীতে ২০২৫ সালকে খুবই কষ্টকর বছর হিসেবে উল্লেখ করেছেন। 
  • বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে রোগ এবং মহামারীর কথাও উল্লেখ করা হয়েছে।  
  • বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে সামাজিক অস্থিরতার কথাও উল্লেখ আছে, যা থেকে সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়। 
  • ভেঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীতে যুদ্ধ এবং অর্থনৈতিক সংকটের কথাও বলেছেন। 
  • ভেঙ্গা প্রাকৃতিক দুর্যোগ নিয়েও উদ্বেগ এবং ভয় সৃষ্টিকারী ভবিষ্যদ্বাণী করেছেন। 

সূর্যগ্রহণ এবং বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর মধ্যে কোনো মিল আছে?সহজ ভাষায় বললে, সূর্যগ্রহণের প্রভাব এবং বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর মধ্যে কোনো প্রত্যক্ষ বা প্রমাণযোগ্য মিল নেই। তবে উভয় বিষয়কে ভয়, সংকট, আতঙ্ক এবং নেতিবাচক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত করে দেখা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, যেখানে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর কোনো প্রমাণযোগ্য উৎস নেই। 

জানা যাচ্ছে, ২০২৭ সালের, ২ অগাস্ট, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ।  এটিকে "শতাব্দীর সেরা গ্রহণ" বলা হচ্ছে। যদিও ভারতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না তখন। তবে অনেক শহর বিকেলের শেষ দিকে আংশিক গ্রহণ প্রত্যক্ষ করবে।

Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে এটা জানানো জরুরি যে bengali.abplive.com কোনও প্রকার বিশ্বাস বা তথ্যের সত্যতা যাচাই করে না। কোনও তথ্য বা বিশ্বাসকে কাজে লাগানোর আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।