চেন্নাই: ভারতীয় দলের এশিয়া কাপ ২০২৫-এর যাত্রা শুরু হয়েছে দুর্দান্তভাবে । টিম ইন্ডিয়া বুধবার, ১০ই সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে (UAE) ৯ উইকেটে পরাজিত করে এশিয়া কাপে বিরাট জয়লাভ করেছে । তবে এই জয়ের পরে টিম ইন্ডিয়ার পর্যালোচনা করতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন তুলেছেন । অশ্বিন গম্ভীরকে নিয়ে বলেছেন যে, তিনি যখন থেকে প্রধান কোচ হয়েছেন, তখন থেকে অর্শদীপ সিংহকে দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না ।

Continues below advertisement

রবিচন্দ্রন অশ্বিন গৌতম গম্ভীরকে একহাত নিলেন

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'এটা বেশ অবাক করার মতো যে অর্শদীপ সিংহকে বাদ দেওয়া হয়েছে, তবে এটা কোনও নতুন কথা নয় । যখন থেকে গৌতম গম্ভীর কোচিং শুরু করেছে, তখন থেকেই এমনটা চলছে । অর্শদীপ সিংহ পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একটিও ম্যাচ খেলেননি । এখনকার সময়ে এটা একটা থিম হয়ে দাঁড়িয়েছে । এটাও হতে পারে গম্ভীর দুবাইয়ের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে স্পিনারদের বেশি গুরুত্ব দিচ্ছে । যখন গম্ভীর কেকেআর (কলকাতা নাইট রাইডার্স)-এর জন্য ট্রফি জিতেছিলেন, তখনও তিনি সম্পূর্ণরূপে স্পিনারদের সঙ্গেই ছিলেন ।'

শিবম দুবের পরিবর্তে অর্শদীপ সিংহ

রবিচন্দ্রন অশ্বিন আরও বলেছেন যে, এটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা গত বছর টি-২০ বিশ্বকাপের সময়ও দেখা গিয়েছিল । তিনি বলেছেন, 'তবে আমার সন্দেহ আছে যে, এই কম্বিনেশন কোনও ভাল দলের বিরুদ্ধে কাজ করবে কি না । এটা ঝুঁকি নেওয়ারও কারণ হতে পারে । অর্শদীপ একজন ভালো খেলোয়াড়, ও বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভাল পারফর্ম করেছিল । এমন খেলোয়াড়কে দল থেকে বেশি দিন বাইরে বসিয়ে রাখা বেশ কঠিন হতে পারে ।' অশ্বিন আরও বলেছেন, 'আমি জানি শিবম দুবে কিছু উইকেট পেয়েছে । তবে এটা সেই ধরনের বোলিং কম্বিনেশন নয় যা নিয়ে আমি সন্তুষ্ট ।'  

Continues below advertisement