আত্মার কারক বলা হয় সূর্যকে। প্রতি মাসে রাশি পরিবর্তন করে সূর্য । এপ্রিল মাসে সূর্যের গোচর হয়েছে মেষ রাশিতে। এই রাশি সূর্যের উচ্চ রাশি হিসেবে বিবেচিত। ১৪ এপ্রিল সূর্য মীন রাশির যাত্রা শেষ করে মেষ রাশিতে প্রবেশ করেছে । এখানেই ১৫ মে পর্যন্ত থাকবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের প্রভাব প্রবল । এটি কর্তৃত্ব এবং আধিপত্যের প্রতীক। । সূর্য জাতকে ইচ্ছাশক্তি, সাহস, আত্মবিশ্বাস দান করে । নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। সূর্যের ভূমিকা জন্ম তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়।সূর্য দুর্বল অবস্থানে থাকলে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। ভয়ভীতি বাড়ে।
সূর্যের গোচরের ফলে বেশ কিছু শুভ যোগ
সূর্যের মেষ রাশিতে গোচরের ফলে আদিত্য যোগ সৃষ্টি হয়েছে। জ্যোতিষাচার্য অনীশ ব্যাস জানান, আদিত্য যোগকে অত্যন্ত প্রভাবশালী যোগ বলে মনে করা হয়। এই যোগ জাতকদের নাম, পদ-প্রতিষ্ঠা এবং খ্যাতি দেয়। এছাড়াও গ্রহনক্ষত্রের অবস্থাগত কারণে সূর্য তৈরি করেছে উভয়চরী যোগ ও লক্ষ্মী নারায়ণ রাজযোগ । এই শুভ রাজযোগের প্রভাবে ১৫ এপ্রিলের পর অনেক রাশির ভাগ্যে ইতিবাচক বদল আসতে চলেছে।
১৫ এপ্রিলের পর এই রাশিগুলির ভাগ্য বদলাবে
- মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই রাজযোগ জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেবে। এই সময় আপনার কাজ সফল হবে। ব্যবসায় লাভের সুযোগ পাওয়া যাবে এবং আর্থিক দিকও শক্তিশালী থাকবে। এইভাবে এপ্রিল মাসটি সূর্যদেবের কৃপায় আপনার জন্য শুভ হতে চলেছে।
- মিথুন রাশি: সূর্য মেষ রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গেই মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যাবে এবং হঠাৎ করেই অর্থ লাভের যোগ সৃষ্টি হতে শুরু করবে। এই সময় আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং অর্থের সঙ্গে জড়িত সকল সমস্যা দূর হয়ে যাবে। সূর্য গোচরের ফলে সৃষ্ট রাজযোগ উন্নতির যোগ সৃষ্টি করবে।
- বৃশ্চিক: সূর্য গোচরের পর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্যও উজ্জ্বল হতে চলেছে। এই সময় শত্রুদের থেকে মুক্তি পাওয়া যাবে এবং আদালতে কোনও মামলা চললে, রায় আপনার পক্ষে যেতে পারে। নতুন কাজের সূচনা করার জন্য সময়টা শুভ। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।