আগামীকাল কেমন কাটবে। তার একটা ইঙ্গিত মিলবে রাশিফলে। তবে ব্যক্তিগত ভাল থাকা , খারাপ থাকা, সবটা নির্ভর করে নিজেদের কুণ্ডলীর উপর। 


তুলা রাশি - তুলা রাশির জাতকদের জন্য আগামীকাল দিনটি সমস্যায় পূর্ণ হতে চলেছে।  পারিবারিক বিষয়গুলি সমাধান করতে হবে। বহিরাগত কারও সঙ্গেগুরুত্বপূর্ণ তথ্য কারো সাথে ভাগ করবেন না।  উন্নতির পথে এগিয়ে যাবেন।স্বাস্থ্যও ভাল থাকবে। কথাবার্তায় মার্জিত ভাব বজায় রাখুন। 


বৃশ্চিক রাশি - বৃশ্চিক রাশির জাতকারা আগামীকাল একটি নতুন গাড়ি কেনার কথা ভাবতে পারেন । কর্মক্ষেত্রে আপনাকে উন্নতি করতে দেখে বস আপনার প্রশংসা করবেন। কোনো সম্পত্তি ঋণ পেতে পারেন। চাকরির পরিকল্পনা করতে পারেন। নতুন কোনো কাজ শুরু করা আপনার জন্য ভালো হবে।


ধনু রাশি -  ধনু রাশির জাতকদের খরচের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে নইলে আপনার ব্যয় বাড়বে,তবে টাকাও খরচ হবে জলের মতোই। লেনদেনের আগে আপনারও চিন্তা করা উচিত। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। কারণে অনেক তাড়াহুড়ো হবে। আপনার টেনশনও বাড়বে। মা কিছু বড় দায়িত্ব দিতে পারেন। 


মকর রাশি -  মকর রাশির জাতকদের সম্পদলাভ হতে পারে। আপনার মন খুশি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের সম্ভাবনা রয়েছে। তবে এটি নিয়ে আতঙ্কিত হবেন না। আপনার কোন কাজে অন্য কারো পরামর্শ নিলে সে আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবে। অবিবাহিতদের জন্য আরও ভালো সম্বন্ধ আসতে পারে।


কুম্ভ রাশি - 
কুম্ভ রাশির জাতকদের কাজে মনোনিবেশ করতে হবে।  স্ত্রীকে একটি ব্যবসা শুরু করতে সাহায্য করতে পারেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে। পুরানো কিছু ভুল সামনে আসতে পারে।  তাতে পরিবারের সদস্যরা রেগে যেতে পারেন।


মীন রাশি- 
মীন রাশির জাতকদের জন্য আগামীকাল একটি  দারুণ দিন হতে চলেছে। আপনার ভিতরে প্রচুর শক্তি জমা আছে, কাজে লাগান। সন্তানের চাকরি নিয়ে চিন্তা মিটবে। যদি আপনাকে কারো কাছ থেকে টাকা ধার করতে হয়, সহজেই পেয়ে যাবেন। ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের তাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।