নয়া দিল্লি: বিশ্বে 'বুলগেরিয়ার নসট্রাদামুস' ওরফে বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে একাধিকবার। ১৯১১ সালের ৩১ জানুয়ারি উসমানীয় সাম্রাজ্যের (বর্তমান ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র) স্ট্রোমিকাতে জন্মগ্রহণ করেন ভ্যানগেলিয়া প্যানদেভা দিমিত্রোভা। যিনি পরে বাবা ভাঙ্গা নামে পরিচিত হন। ৯/১১-র হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চার্নোবিল বিপর্যয় থেকে ব্রেক্সিট, একাধিক ভবিষ্যতবাণী করেছেন তিনি। 


২০২৫- এই বছরটি নিয়েও একাধিক ভবিষ্যৎবাণী করেছেন তিনি। সেখানে বিশ্বব্যাপী বিপর্যয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, ২০২৫ সালে গোটা বিশ্ব এক মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে। সিরিয়ার পতনের সঙ্গে সঙ্গেই পশ্চিম এবং পূর্বের মধ্যে একটি বড় যুদ্ধের সম্ভাবনা। পূর্বে একটি যুদ্ধ শুরু হবে এবং পরিণত হবে তৃতীয় বিশ্বযুদ্ধতে। এরফলে প্রচুর মানুষের জীবনহানি হবে। প্রচুর সম্পদ এর ফলে ক্ষতি হবে। প্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধের মাশুল দেবে পশ্চিম, এমনটাই জানিয়েছিলেন বাবা ভাঙ্গা।                                                                                                                                                     


যুদ্ধ ছাড়াও পৃথিবীতে বহির্বিশ্বের প্রাণীদেরও আবির্ভাব হবে বলে জানিয়েছেন তিনি। পৃথিবীর মানুষের যোগাযোগ বাড়বে, আর তার সঙ্গে সঙ্গেই পৃথিবীর জন্য বাড়বে বিপদ। বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে মানবতা ২০২৫ সালের মধ্যে টেলিপ্যাথির বিকাশ ঘটাবে, যা সরাসরি মন থেকে মনের যোগাযোগের অনুমতি দেবে।


আরও পড়ুন, মলদ্বীপে বিভীষিকা! সমুদ্রে নামতেই মাথা খেতে তেড়ে এল হাঙর! ভয়ঙ্কর সেই ভিডিও ভাইরাল


বাবা ভাঙ্গা ২০২৫ সালকে বৈজ্ঞানিক এবং চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বছর হিসেবে চিহ্নিত করেছিলেন। তাঁর মতে, ন্যানো-প্রযুক্তি এবং টেলিপ্যাথির ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। তবে তিনি এসব প্রযুক্তির অপব্যবহারের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।
 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে