কলকাতা : সূর্য। গ্রহদের রাজা। জ্যোতিষশাস্ত্র বলছে, নক্ষত্র মণ্ডলে গ্রহ স্থানান্তরিত হলে তার প্রভাব পড়ে রাশিচক্রের ১২ রাশির উপরই। ২৪ অক্টোবর রাহু নক্ষত্রে প্রবেশ করেছে গ্রহদের রাজা। যার ভাল প্রভাব পড়েছে কিছু রাশির উপর। সূর্যের স্বাতী নক্ষত্রে প্রবেশের সঙ্গেসঙ্গে ৫ রাশির জাতকের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির নতুন সুযোগ আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে,২৪ অক্টোবর বেলা ১২টা ৫২ মিনিটে স্বাতী নক্ষত্রে প্রবেশ করেছে সূর্য। ৬ নভেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবে।


কাদের খুলছে কপাল ?


বৃষ রাশি (Brisha Rashi)- এই রাশির জাতক জাতিকারা উপকৃত হতে চলেছে। সূর্য রাশির পরিবর্তনের পর সমাজে আপনার সম্মান বাড়বে। আর্থিক অবস্থা হবে শক্তিশালী। বাড়বে সম্পদ এবং ব্যবসায় উন্নতিরও মুখ দেখবেন। আপনি যদি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন তাহলে সাফল্য পাবেন।


সিংহ রাশি (Singha Rashi) - আপনারও ব্যবসায় লাভ হতে পারে। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। কোনো বিষয়ে দুশ্চিন্তা কেটে যেতে পারে। সিংহ রাশির জাতকরা সাফল্যের নতুন সুযোগ পাবেন।


মিথুন রাশি (Mithun Rashi)-   এই সময়ে সমাজে নতুন পরিচয় তৈরি করে এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির জাতকরা। আর্থিক লাভের নতুন সুযোগ আসবে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। 


মীন রাশি (Meen Rashi)- সূর্যের রাশির পরিবর্তন যেসব রাশি উপকৃত হতে চলেছে, সেই তালিকায় রয়েছে মীন রাশির জাতকরাও। কর্মস্থলে পদোন্নতি পেতে পারেন। আয় বাড়ার নতুন সুযোগ আসবে। তবে, খরচ নিয়ে একটু সতর্ক থাকতে হবে। সমাজে সম্মানও বাড়বে আপনার।


বৃশ্চিক রাশি (Brishchik Rashi) - সঙ্গীর সঙ্গে রোমান্টিক পরিবেশ থাকবে। ভাল খবর পেতে পারেন। সূর্যের এই রাশি পরিবর্তনে আপনি লাভবান হতে চলেছেন। ঘটবে ঋণমুক্তি।


আরও পড়ুন ; অযথা দৌড়াদৌড়ি, অনর্গল খসবে টাকা, পরিবারেও অস্থিরতা; মঙ্গলের রাশি বদলে চরম সতর্ক থাকতে হবে ৪ রাশিকে


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে