হিন্দু ধর্মে সূর্য গ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। গ্রহণকে অশুভ মনে করা হয়। এই সময় সমস্ত ধরনের শুভ কার্য বর্জিত। পাশাপাশি বেশ কিছু নিয়ম পালন করতে হয়। আগামী মাসের শেষের দিকে বছরের প্রথম সূর্য গ্রহণ সংগঠিত হতে চলেছে। জ্যোতিষ অনুযায়ী এটি আংশিক সূর্য গ্রহণ। অর্থাৎ সূর্যের একটি অংশই ঢাকা পড়বে। তবে ২০২৫-এর প্রথম সূর্যগ্রহণ কবে এবং কোথায় এটি দেখা দেবে, তা জেনে নিন।
বছরের প্রথম সূর্য গ্রহণ কবে?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ২৯ মার্চ বছরের প্রথম সূর্য গ্রহণ হতে চলেছে। পঞ্জিকা অনুযায়ী এ দিন চৈত্র শুক্লপক্ষের অমাবস্যা তিথি। দুপুর ২টো ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে।
সূর্যগ্রহণ, শনির গোচর এবং শনির অমাবস্যা - এই ধরণের কাকতালীয় সংযোগের ঘটনা খুব কমই দেখা যায়। রাশি পরিবর্তন থেকে শুরু করে গ্রহণ এবং শনি অমাবস্যা পর্যন্ত, ১২টি রাশির উপর এর সম্পূর্ণ প্রভাব দেখা যাবে। এই পরিস্থিতিগুলি বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রমাণিত হবে। ২৯ মার্চ শনিদেব মীন রাশিতে গোচর করছেন।
জ্যোতিষ অনুযায়ী সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণের সময় সূতক কালের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সময়কালের মধ্যে গ্রহণের প্রভাব বৃদ্ধি পায়। যে সময় থেকে সূর্য গ্রহণ শুরু হবে তার ১২ ঘণ্টা আগে থেকে সূতক কাল শুরু হয় ও গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই কালও সমাপ্ত হয়ে যায়।
কোন রাশিতে শুভ প্রভাব?
মিথুন রাশি
শনি গ্রহ এবং সূর্যগ্রহণের সংযোগের কারণে মিথুন রাশির জাতকদের স্বাস্থ্য ভাল থাকবে। অর্থ ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। কর্মজীবনের দিক থেকে পরিস্থিতি ভাল থাকবে। আর্থিক দিক শক্তিশালী হবে। মিথুন রাশির জাতকরা এই সময়ে তাদের সকল কাজে সাফল্য পাবেন। চাকরিতে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এটি ভাল সময়। এই সময়ে আয়ের দিক থেকে আপনি ভাগ্যবান হবেন।
ধনু রাশি
শনি গোচর এবং সূর্যগ্রহণের যোগসূত্রের কারণে ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে। জীবনে সুখ আসবে। ব্যবসা নতুন দিশা পাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
মকর রাশি
শনির রাশি পরিবর্তন এবং সূর্যগ্রহণের সংযোগের কারণে আপনি ধন সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনি আপনার কাজে খুশি হবেন। আপনি বিলাসিতা ভোগ করবে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং সুবিধা পাবেন। আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সম্পর্ক মজবুত হবে। চাকরিজীবীদের জন্য এই সময়টা খুব ভাল কাটবে। আকস্মিক অর্থ লাভ হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে