টরন্টো: বিমানবন্দরে নামার মুখে  বিপত্তি। আচমকা উল্টে গেল যাত্রীবাহী বিমান। আছড়ে পড়ল বিমানবন্দরে। কানাডার টরন্টো পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তা শিউরে ওঠার মতো। কারণ বরফে ঢাকা বিমানবন্দরে উল্টে পড়ে থাকতে দেখা গিয়েছে বিমানটিকে। চাকা আকাশের দিকে, ডানা, ইঞ্জিন ভূপতিত। উদ্ধারকার্য শুরু হয়েছে। (Delta Plane Crashes in Toronto)


স্থানীয় সময় সোমবার দুপুর ৩টে বেজে ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। Delta Airlines-এর 4819 বিমানটি আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিস থেকে টরন্টোয় নামছিল। বিমানে ৭৬ জন যাত্রী সওয়ার ছিলেন, ছিলেন চার বিমানকর্মী। কিন্তু অবতরণের মুখে আচমকাই উল্টে যায় বিমানটি। এর পর বরফে ঢাকা বিমানবন্দরে আছড়ে পড়ে। এখনও পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। (Plane Accident in Canada)


এই দুর্ঘটনার পর বিমানবন্দরের সমস্ত বিমান আপাতত বাতিল করা হয়েছে। রানওয়েগুলি বন্ধ রাখা হয়েছে আপাতত। বিমানবন্দরটি এই মুহূর্তে বরফে ঢাকা। সঙ্গে ঝোড়ো হাওয়া, কুয়াশার প্রকোপও রয়েছে। ঘণ্টায় ৪০ মাইল গতিতে ঝোড়ো হাওয়া বইছে। বরফে ঢাকা রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে চাকা পিছলে বিমানটি উল্টে গিয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।



স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশু, বছর ৬০-এর এক ব্য়ক্তি এবং বযর ৪০-এর এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। তবে বিমানবন্দরে নামার মুখে যেহেতু দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটেনি বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে আবহাওয়াজনিত কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 


দুর্ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বিমানের একটি ডানা কার্যত গায়েব। বরফে ঢাকা বিমানবন্দরে বিমানটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। তবে আগুনের লেলিহান শিখা চোখে পড়েনি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। পৌঁছেছে দমকলবাহিনী। যাত্রীদের নিরাপদে বের করে আনা হচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে বিমানের পাইলটকে বলতে শোনা যায়, যাত্রীদের মধ্যে কারও মৃত্যু হয়নি। 


টরন্টো পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনার নেপথ্যে একাধিক সম্ভাব্য কারণ সামনে এলেও, দুর্ঘটনার আগে আবহাওয়াজনিত কারণে একাধিক বিমান বাতিল করা হয় সেখানে। টরন্টো পিয়ার্সনের প্রেসিডেন্ট ও সিইও ডেবোরা ফ্লিন্ট জানিয়েছেন, প্রশিক্ষিত পাইলট এবং বিমানকর্মীদের দক্ষতায় প্রাণহানি এড়াতে গিয়েছে। অসীম সাহসের পরিচয় দিয়েছেন তাঁরা। আপাতত উদ্ধারকার্যে জোর দেওয়া হচ্ছে।