শুরু হতে চলেছে নতুন বছর। ২০২৬। নতুন বছরে নতুন আশা-আকাঙ্খা। কেমন কাটবে আগামী বছরটা ? অর্থ, পরিবার, সম্পর্ক, স্বাস্থ্য, শিক্ষা... বিভিন্ন ক্ষেত্রে কী রয়েছে ভাগ্যে ? এনিয়ে আগাম আভাস থাকলে, পথ চলতে অনেক সুবিধা হয়। সমস্যার সময়ে নিজেদের সতর্ক রাখা যায়। আর ভাল সময় চললে তো কথাই নেই। সেই লক্ষ্যে, ১২ রাশির ২০২৬ কেমন যাবে তা নিয়ে জ্যোতিষ-গণনা করে এবিপি লাইভকে জানিয়েছেন অ্যাস্ট্রো শর্মিষ্ঠা। এই প্রতিবেদনে দেখে নেব, ২০২৬ সালটা কেমন কাটবে বৃষ রাশির জাতকদের ?

Continues below advertisement

বৃষ রাশির কেরিয়ার - ২০২৬-এ যারা ব্যবসা শুরু করতে চাইছিলেন, চাকরি পাল্টাতে চাইছিলেন বা চাকরিতে বদলির অপেক্ষায় ছিলেন, তাঁদের সেই ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের চেষ্টা সফল হতে পারে। এটা এমন একটা বছর হবে যেখানে আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলতে হবে। দিনরাত কাজের পিছনে পড়ে থাকলে তবে একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন।তবে ২০২৬ কঠোর পরিশ্রমে কাটালে ২০২৭-এ নিজের থেকেই অনেকগুলো দরজা খুলবে। কাজেই, অতটা সহজ বছর হবে না ২০২৬।

বৃষ রাশির সম্পর্ক- যারা অনেকদিন বিয়ের জন্য অপেক্ষা করছিলেন, বাড়িতে খুবই চাপাচাপি করছে, তাঁদের জন্য ২০২৬ খুবই শুভ। বিয়ের ভাল প্রস্তাব আসবে। এমনকী যারা বিয়ে করতে চাইছিলেনও না, তাঁদের জন্য অটোমেটিক বিয়ের প্রস্তাব আসবে। যারা দীর্ঘদিন সম্পর্কে আছেন, তাঁরা এটা বুঝতে পারবেন যে এবার জীবনে একটু স্থিতাবস্থা প্রয়োজন। পার্টনারের সঙ্গে মসৃণ জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০২৬টা খুবই কার্যকর।

Continues below advertisement

বৃষ রাশির স্বাস্থ্য- স্বাস্থ্যের দিক দিয়ে ২০২৬ সালটা একটু চ্যালেঞ্জিং থাকবে। নির্দিষ্ট কোনও সমস্যা হবে না। কিন্তু, কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখতে গিয়েই একটু মানসিক চাপ হবে। তাই, মানসিক স্বাস্থ্যটা একটু বেশি দেখতে হবে। একটু খিটখিটে হয়ে যেতে পারেন। মুখে মুখে জবাব দিয়ে ফেলবেন। নিজের মন খারাপ হবে। অন্যের মনও খারাপ করে ফেলবেন। শারীরিক সেরকম কোনও সমস্যা হবে না। একটু-আধটু চোট লেগে যাওয়া, হোঁচট খাওয়া...এসব হতে পারে।

বৃষ রাশির উচ্চশিক্ষা - যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান, তাঁদের পক্ষে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সার্টিফিকেট কোর্স বা ডিগ্রি কোর্স করতে চাইলে, তাঁদের ক্ষেত্রে এই সময়টা ভাল। ভাল কোনও বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক সময়।  

বৃষ রাশির আর্থিক অবস্থা - যতই রোজগার করবেন, মাসের শেষে গিয়ে বা তিন মাস পরে দেখা যাবে, খুব হিসাব করে চলতে হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী অর্থ আপনার হাতে আসবে না। ক্রমাগত কঠোর পরিশ্রম করেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথা, কোনও প্রোজেক্টও হবে না। আর্থিক দিকটা একটু কৌশল করে চালিয়ে নিতে হবে। ২০২৬ খুব একটা মসৃণ হবে না। সঞ্চয় কম হবে। তবে, শুভানুধ্যায়ীরা এগিয়ে আসবে। সকালে উঠে স্নান করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করুন।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।