অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: হু হু করে নামছে পারদ। কলকাতা জুড়ে ভরপুর শীতের আমেজ। কলকাতায় ফের পারদ পতন। রাজ্যে জাঁকিয়ে শীত! পারদ পতন অব্যাহত! ঝোড়ো ব্যাটিং করে রোজই নিজের রেকর্ড ভাঙছে শীত।
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে শুক্রবার প্রথম, ১৩ ডিগ্রির নীচে নেমে যায় কলকাতার পারদ। শনিবার পারদ এক জায়গায় থাকলেও তা ছিল স্বাভাবিকের থেকে ১ দশমিক ৬ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষশেষের দিনগুলিতে এইরকম ঠান্ডা বজায় থাকবে। এদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রির কাছাকাছি। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তরবঙ্গেরর জেলগুলিতে কুয়াশার দাপট চলবে। আগামী কয়েক দিন শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, ৩১শে ডিসেম্বর থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। নতুন বছরের শুরুতে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ফের নামল পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুই থেকে তিন দিন ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। নতুন বছরে ফের তাপমাত্রা বাড়তে পারে।
অন্যদিকে, দিল্লি সহ ১৬টি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশা, তুষারপাত এবং শৈত্যপ্রবাহ পরিস্থিতি আরও অসহনীয় হবলে বলে জানিয়েছে মৌসম ভবন। উত্তরপ্রদেশ কুয়াশা এবং ঠান্ডার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।