প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রাম নবমী উৎসব পালিত হয়। ভক্তরা এই দিনটিকেই ভগবান শ্রী রামের জন্মদিন হিসেবে মানে। এই দিনটি চৈত্র নবরাত্রির সমাপ্তি-দিবসও। হিন্দু ধর্মে, রাম নবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মানুষের কাছে। অধর্মের বিরুদ্ধের ধর্মের বিজয়ের প্রতীক হিসেবে পালন করা হয় রামের জন্মোৎসবকে।
এদিন সারা ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত উত্তর ভারতে ভগবান রামের পুজা ও প্রার্থনা করা হয় এদিন। জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনতে করা হয় পুজোআচ্চা। মনে করা হয় এই দিনটি পালন করার মাধ্যমে ভগবান রামের জীবন ও গুণাবলী ভক্তদের আরও শৃঙ্খলাবদ্ধ, ধার্মিক ও কর্তব্যপরায়ণ হতে অনুপ্রেরণা দেবে।
হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রাম নবমী পালিত হয়। এ বছর নবমী তিথি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যা ৭:২৭ মিনিটে শুরু হয়েছে তিথি। ৬ এপ্রিল সন্ধ্যা ৭:২৪ মিনিটে শেষ হবে তিথি। উদয়তিথি (সূর্যোদয়ের সময়) অনুসারে, রাম নবমী পালিত হচ্ছে ৬ এপ্রিল, ২০২৫, রবিবারই।
রাম নবমী ২০২৫-এর শুভ যোগ:
এই বছর, ৬ এপ্রিল তিনটি বিরল এবং অত্যন্ত শুভ যোগের সৃষ্টি হচ্ছে। এর ফলে সার্বিক ভাবে প্রত্যেকেই উপকৃত হবেন।তবে বিশেষ ভাবে উপকৃত হবে তিনটি রাশি।
- রবি পুষ্য যোগ: ৬ এপ্রিল ( সকাল ৬:১৮ থেকে ) – ৭ এপ্রিল ( সকাল ৬:১৭ পর্যন্ত )
- সর্বার্থ সিদ্ধি যোগ: ৬ এপ্রিল সারাদিন
- সুকর্মা যোগ: ৬ এপ্রিল ভোর থেকে সন্ধ্যা ৬:৫৫ পর্যন্ত
এই যোগগুলির তাৎপর্য:
বৈদিক জ্যোতিষশাস্ত্রে, এই যোগগুলি অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে বিবেচিত হয়। এই যোগগুলির সময় প্রার্থনা, উপবাস, অনুষ্ঠান এবং নতুন উদ্যোগ শুরু করা সাফল্য, সমৃদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ আনবে বলে বিশ্বাস করা হয়। মনে করা হচ্ছে, রীমনবমীর শুভযোগে বিশেষ ভাবে লাভ পেতে পারেন বৃষ, কর্কট , বৃশ্চিক, মীন রাশির জাতকরা। ধন সম্পত্তি লাভ থেকে সার্বিক শ্রী বৃদ্ধি ঘটবে। পরিশ্রমের ফল মিলবে। আনন্দের জোয়ার আসবে জীবনে। ভগবান শ্রীরামের আশীর্বাদ ধন্য হতে পারে এই রাশিগুলির জাতকরা।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।