কলকাতা : কিছু জিনিস মাথার কাছে রাখলে নেতিবাচক প্রভাব (Negative Effect) পড়ে। আবার এমন কিছু জিনিস রয়েছে যা মাথার কাছে রাখলে ইতিবাচক প্রভাব (Positive Effect) পড়ে। তাহলে ঘুমানোর (Sleep) সময় মাথার কাছে কী রাখবেন ? বাস্তু মতে, কিছু জিনিস আছে যা মাথার কাছে রেখে ঘুমালে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে, সেই সঙ্গে ধন-সম্পদ ও সমৃদ্ধির যোগও তৈরি হবে।


জেনে নেওয়া যাক কী কী জিনিস মাথার কাছে রাখা উচিত-


সুগন্ধি ফুল : ঘুমানোর আগে সুগন্ধি ফুল বালিশের কাছে রেখে ঘুমান। এতে মানসিক শান্তি ও ভাল ঘুমের পাশাপাশি বৈবাহিক জীবনও ভালো থাকে।


আরও পড়ুন ; এই বৈশিষ্ট্যযুক্ত মেয়েরা স্বামী ও পরিবারের জন্য ভাগ্যবান বলে বিবেচিত হয়


মুদ্রা : ঘুমানোর সময় একটি ছোট পাত্রে লবণ এবং এক টাকার মুদ্রা আপনার মাথার কাছে পূর্ব দিকে রাখুন। এতে স্বাস্থ্য ভাল থাকবে।


রসুন : ঘুমানোর সময় বালিশের নীচে কিছু রসুনের কুঁচি রেখে ঘুমান। এর ফলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ভাল ঘুম আসে।


দুধ : রবিবার ঘুমানোর সময় এক গ্লাসে দুধ নিয়ে মাথার কাছে রেখে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে বাবলা গাছের গোড়ায় দুধ দিন। এতে আর্থিক সংক্রান্ত সমস্যা দূর হবে।


মৌরি : বালিশের নীচে মৌরি রেখে ঘুমালে রাহু দোষ কমে যায় এবং খারাপ স্বপ্নেরও উপশম হয়। মানসিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।


সবুজ এলাচি : বালিশের তলায় সবুজ এলাচ দিয়ে ঘুমালে গভীর ঘুম হয়।


জলের বোতল : ঘুমানোর সময় মাথার কাছে একটি তামার পাত্রে জলে ভরে রাখুন। এতে করে স্বাস্থ্যে উপকার পাওয়া যায়।


ছুরি : ঘুমানোর সময় বালিশের নীচে ছুরি, কাঁচি বা যে কোনও লোহার জিনিস রাখুন। এমনটা করলে ভীতিকর স্বপ্ন আর আসবে না।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)