কলকাতা : বৈশাখ পূর্ণিমাই ভারতে বুদ্ধ পূর্ণিমা বলে খ্যাত। বৃহস্পতিবার ছিল বুদ্ধ পূর্ণিমা। হিন্দু ধর্মে বৈশাখী পূর্ণিমার দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিন এমন কতগুলি শুভ যোগ গঠিত হয়েছে যে, তার দীর্ঘমেয়াদী ফল পেতে পারেন, কিছু রাশির জাতকরা।  হিন্দুদের পাশাপাশি বৌদ্ধ অনুসারীদের কাছেও এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এবার বৈশাখ পূর্ণিমায়একটি অতি শুভ যোগ গঠিত হয়েছে। বৃহস্পতিবার শিবযোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হয়েছে। এই দুটি যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথিতে এই দুই যোগ এবং বিশাখা নক্ষত্রের শুভ সমন্বয়ের জন্য এই দিনটি খুব বিশেষ হতে চলেছে। যার ফলে কয়েকটি রাশি বিশেষ ফল পাবেন কয়েক দিন ধরে। 


মিথুন রাশি
এই রাশির জাতক জাতিকারা শুভ যোগের ফল পাবেন। এই রাশির জাতকরা নতুন এবং ভাল কাজের সুযোগ পেতে পারেন। অফিসে পদোন্নতি পেতে পারেন। কেউ যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তবে এই সময়টি আপনার জন্য শুভ হবে। এই রাশির জাতকদের অনেকটাই আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এঁদের আত্মবিশ্বাস বাড়বে।  আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন জাতকরা। 


সিংহ রাশি 
বৈশাখ পূর্ণিমার শুভ যোগ  সিংহ রাশির জাতকদের জন্য খুব শুভ প্রভাব নিয়ে এসেছে বেশ কিছু দিনের জন্য ।  অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন। এই রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বে ব্যবসা করলে ভালো লাভ হতে পারে। এই রাশির জাতকদের সমস্ত পরিকল্পনা সফল হবে। অবশ্যই সফল হবেন।


ধনু রাশি 
বৈশাখ পূর্ণিমায় ঘটে যাওয়া বড় কাকতালীয় ঘটনা ধনু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। এই সময়ে এই রাশির জাতকরা ইচ্ছা পূরণে সফল হবেন। এই রাশির জাতকরা আর্থিক দিক থেকে  উন্নতি করতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। বেড়াতেও যেতে পারেন।  


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ