কলকাতা: ঘাটালে ভোটের আগে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের (Hiran Chatterjee) ডক্টরেট ডিগ্রি ভুয়ো দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল আপ। আম আদমি পার্টির দাবি তথ্য় জানার অধিকার আইনে করা আবেদনে আইআইটি খড়গপুর জানিয়েছে বিজেপি প্রার্থী তাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন। পাল্টা আইআইটি খড়গপুরের দেওয়া চিঠিকের উল্লেখ করে জবাব দিয়েছেন হিরণ।


ভুয়ো ডিগ্রি প্রার্থীর?


গরু পাচার নিয়ে তরজার মধ্য়েই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের ডিগ্রির সত্য়তা নিয়ে প্রশ্ন তুলল আম আদমি পার্টি। নির্বাচন কমিশনেও অভিযোগ জমা দিল তারা। আম আদমি পার্টির মুখপাত্র অর্ণব মৈত্র বলেন, "ঘাটাল কেন্দ্রে যিনি প্রার্থী আছেন বিজেপির হিরণ্ময় চট্টোপাধ্য়ায় মহাশয় উনি ওঁর হলফনামায় জানিয়েছেন ২০২৩ থেকে IIT খড়গপুরে পোস্ট PHD রিসার্চ ফেলো। উনি দাবি করেছেন যে উনি পোস্ট PHD গবেষণার সাথে যুক্ত আছেন IIT খড়গপুরের সঙ্গে। তো আমরা এই মর্মে আমরা IIT খড়গপুরে তথ্য জানার অধিকার আইনে আবেদন করি। বেশ কয়েক দিন আগেই আমরা করেছিলাম যখন আমরা ওঁর নামটা ফলকে দেখেছিলাম ডক্টর হিরণ্ময় চট্টোপাধ্য়ায় এবং ওঁর সোশাল মিডিয়ায়ও দেখা যাচ্ছে উনি লিখে রেখেছেন IIT খড়গপুরের রিসার্চ ফেলো। তো সেই মর্মে আমরা তথ্য় জানার অধিকার আইনে আবেদন করি এবং প্রথম যখন আমরা আবেদন করি আমাদের IIT খড়গপুর থেকে জানানো হয় যে ওঁদের কাছে এই সম্পর্কিত কোনও তথ্য নেই।''

শনিবার ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভা আসনে ভোট গ্রহণ। তার আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চাঞ্চল্য়কর দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল আম আদমি পার্টি। বিদায়ী সাংসদ তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে এবার ঘাটালে হিরণকে প্রার্থী করেছে বিজেপি। নিজের নামের পাশে ডক্টরেট ব্য়বহার করেন হিরণ। তাঁর ফেসবুক প্রোফাইলে রিসার্চ ফেলো অ্য়াট IIT খড়গপুর লেখা রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামাতেও তাঁর নামের পাশে ডক্টরেটের উল্লেখ রয়েছে। আম আদমি পার্টির দাবি, তথ্য় জানার অধিকার আইনে আবেদন করা হলে IIT খড়গপুরের তরফে জানানো হয়েছে, তাদের প্রতিষ্ঠানে গবেষণার সঙ্গে যুক্ত নন হিরণ। হিরণের প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছে আম আদমি পার্টি।


এবিষয়ে ঘাটালের বিজেপি প্রার্থী বলেন, "বিশ্বের যে কোনও বিশ্ববিদ্য়ালয়ে যখন কেউ PHD করে পোস্ট PHD করে সেটা সব সময় স্পনসরড হয়। কোনও একটা ইন্ডাস্ট্রি এই সমস্ত বিশ্ববিদ্য়ালয়কে তাদের স্বার্থে বিশ্ববিদ্য়ালয়কে টাকা দেয় যে গবেষণা করে দিন এবং সেখানে বিশ্ববিদ্য়ালয় স্পনসরের টাকায় গবেষণা করে। এই ফর্ম্য়াটটা হয়তো অনেকেই জানেন না। IIT খড়গপুর থেকে যে লেটারটা আমাকে প্রফেসর সুমন চক্রবর্তী দিয়েছিলেন সেখানে পরিষ্কার লেখা আছে আমি কী বিষয়ে গবেষণা করছি, কে আমার স্পনসর, কতদিনের আমার প্রজেক্ট, তার থেকে আমি কী পাচ্ছি স্পষ্ট লেখা আছে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Dev: এনামুলের ডায়েরির পাতা তুলে আক্রমণ, পাল্টা নথি এনে শুভেন্দু-হিরণকে জবাব দেবের