Vastu Tips: নতুন বাড়ি কিনবেন বা বানাবেন ? মাথায় রাখুন বাস্তুর এই নিয়মগুলি

Home Plan: বাস্তু অনুসারে নির্মিত বাড়িকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে বাড়ি তৈরি করলে ঘরে সর্বদা সুখ শান্তি থাকে।

Continues below advertisement

কলকাতা : বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির প্রতিটি দিকে ইতিবাচক এবং নেতিবাচক শক্তি থাকে। বাড়ি তৈরির সময় বাস্তুর নিয়ম না মানলে অনেক বাস্তু ত্রুটি দেখা দেয়। বাস্তু অনুসারে নির্মিত বাড়িকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে বাড়ি তৈরি করলে ঘরে সর্বদা সুখ শান্তি থাকে।

Continues below advertisement

আপনিও যদি নতুন বাড়ি কেনার কথা ভাবছেন বা বাড়ি বানানোর কথা ভাবছেন, তাহলে অবশ্যই বাস্তুশাস্ত্রের কিছু বিশেষ নিয়ম মনে রাখবেন। জেনে নিন নতুন বাড়ি কেনা বা নির্মাণের সময় কী কী বাস্তু পয়েন্ট মাথায় রাখা উচিত।

বাড়ি তৈরির সময় বাস্তুর কোন কোন নিয়ম মানবেন ?

ভিত খোঁড়ার মাধ্যমে নতুন বাড়ির কাজ শুরু হয়। বাস্তু অনুসারে, উত্তর ও পূর্ব দিকে খনন করা উচিত। পশ্চিম দিকে শেষ খনন করা উচিত এবং ভিতটি দক্ষিণ দিকে ভরাট করতে হবে। বাড়িতে প্রথমে দক্ষিণ দেওয়াল এবং তারপর পশ্চিম দেওয়াল তৈরি করতে হবে। সবশেষে উত্তর ও পূর্ব দিকে দেওয়াল তৈরি করতে হবে।

নতুন বাড়ি কেনা বা নির্মাণের সময় বাড়ির প্রধান প্রবেশপথের বিশেষ যত্ন নিন। বাড়ির প্রবেশদ্বার উত্তর দিকে রাখার চেষ্টা করুন। যদি উত্তর দিকে প্রবেশদ্বার রাখা সম্ভব না হয় তবে এটি পূর্ব বা উত্তর-পূর্ব দিকে রাখা উচিত। 

বাড়ি তৈরির সময় জলের কলের দিক উপেক্ষা করবেন না। জলের কল বসানোর জন্য উত্তর বা পূর্ব দিক সেরা বলে মনে করা হয়। ভুল করেও, দক্ষিণ বা পশ্চিম দিকে কোনও কল বসানো উচিত নয়। এতে ঘরে বাস্তু দোষ হয়।

নতুন বাড়ির প্রতিটি ঘর বাস্তু অনুসারে রাখার চেষ্টা করুন। দক্ষিণ-পূর্ব দিকে রান্নাঘর তৈরি করুন। বাস্তুতে, পুজোর ঘর উত্তর-পূর্ব বা উত্তর-পূর্ব কোণে রাখা শুভ বলে মনে করা হয়। শিশুদের পড়ার ঘর উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত। পশ্চিম দিকের মাঝখানে টয়লেট তৈরি করা উপযুক্ত বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরকে হালকা রঙে রাঙানো ভাল। এই রংগুলোকে বলা হয় সাত্ত্বিক রং। এই ধরনের রং ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। বাড়ির ছাদ সাদা রঙের করা সবচেয়ে ভাল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

Continues below advertisement
Sponsored Links by Taboola