সন্দেশখালি: অবশেষে বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক (TMC Leader Ajit Maiti detained) করল পুলিশ। গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্য এক ব্য়ক্তির ঘরে লুকিয়ে ছিলেন বেড়মজুরের (TMC Leader Detained) তৃণমূল নেতা অজিত মাইতি। গ্রামবাসীদের ক্ষোভের মুখ থেকে বাঁচতে কার্যত লুকিয়ে ছিলেন তিনি। আর এদিনই সন্দেশখালিতে (sandeshkhali incident) গিয়ে রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেতা পার্থ ভৌমিক দাবি করেছিলেন, পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অজিতকে (Sandeshkhali tmc leader)। অন্যায় করার জন্য়ই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন অজিত- এমন বক্তব্য়ও রেখেছিলেন তিনি। তারপর রবিবার সন্ধেতেই অজিত মাইতিকে আটক করে পুলিশ। লুকিয়ে থাকার প্রায় সাড়ে চার ঘণ্টা পরে অজিতকে আটক করেছে পুলিশ। অজিতকে ধরার দাবিতে দিনভর দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা।


সন্দেশখালির বেড়মজুর থেকে তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ। তৃণমূলের নেতা-মন্ত্রীদের বার্তার পরই আটক শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতি। উত্তম-শিবুর পর অজিত মাইতিরও দায় ঝাড়ে তৃণমূল কংগ্রেস। শুক্রবারের পর আজ ফের তৃণমূল নেতা অজিত মাইতিকে তাড়া করেন মহিলারা। ভয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে লুকিয়ে পড়েন তৃণমূল নেতা অজিত মাইতি। অজিত মাইতিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন গ্রামবাসীরা। সাড়ে ৪ ঘণ্টা পর সেই বাড়ি থেকেই অজিত মাইতিকে আটক করল পুলিশ।


গ্রামের এক বাড়িতে লুকিয়ে থাকার সময়েই সাংবাদিকদের কাছে বিস্ফোরক মন্তব্য করেছেন অজিত মাইতি। বিক্ষোভের মুখে তৃণমূল নেতা অজিত মাইতি দাবি করেন, '২০১৯ সালে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়।' পাশাপাশি, সিরাজউদ্দিনের উপর দুর্নীতির দায় চাপিয়ে শেখ সিরাজউদ্দিনের সঙ্গে পচা আলুর তুলনা করেন অজিত। 


এদিনও বাধা:
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে সন্দেশখালির ৫২ কিলোমিটার আগে ভোজেরহাটে আটকানো হল ৬ সদস্যের প্রতিনিধিদলকে। সেখানেই রাস্তার ধারে ধর্নায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বেআইনিভাবে আটকানো হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা। পুলিশি বাধায় বাসন্তী হাইওয়েতে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। এদিন কলকাতা থেকে যাত্রা শুরুর আগেই মধ্য কলকাতার হোটেলে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের এই দলকে নোটিস ধরান AC সেন্ট্রাল ও নিউ মার্কেট থানার OC। এরপর ভোজেরহাটে গিয়ে ফের বাধার মুখে পড়তে হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। ধামাখালি হয়ে সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়া, নস্করপাড়ায় যাবে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পরিস্থিতি খতিয়ে দেখার পর চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে তারা। সন্দেশখালি যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা। হাড়োয়ায় সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়দের বাধা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বচসা কংগ্রেস নেতা-কর্মীদের। অসুস্থ হয়ে পড়লেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: অধরা শেখ শাহজাহান, বেপাত্তা সিরাজও, জমছে অভিযোগের পাহাড়