কলকাতা : আয়না শুধু সৌন্দর্যের কথা বলে না। প্রতিফলিত করে ভাগ্যও। এমনটাই বলছে বাস্তুশাস্ত্র। যদি চান সৌভাগ্যকে বেঁধে রাখতে, তবে অবশ্যই ঘরের আয়না রাখুন সঠিক জায়গায়। আয়না যেমন সৌভাগ্য নিয়ে আসে, তেমন ডেকে আনে দুর্ভাগ্য। চরম অর্থক্ষয়। স্বাস্থ্যনাশ। 


জানেন কী 



  • ঘরে আয়না রাখার জন্য সঠিক জায়গা হচ্ছে উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিক। এতে ইপ্তিরতিবাচক শক্তি প্রতিফলিত হয়।। 

  • দক্ষিণ বা পশ্চিম দিকে আয়না রাখলে প্রতিফলিত হয় নেগেটিভ শক্তি। 

  • ঘরের দেয়ালে আয়না একটা আরেকটার মুখোমুখি লাগাবেন না। পারস্পরিক সংঘাত বাঁধতে পারে। 

  • দক্ষিণ ও পশ্চিম দিকে আয়না রাখলে তা দুর্ভাগ্য টেনে আনে। 

  • উত্তরপূর্ব দিকে আয়না রাখলে তা জ্ঞানের আলো প্রতিফলিত করে। 

  • ঈশাণ কোণ আয়না রাখান পক্ষে শুভ। এতে মান যশ সমৃদ্ধি বাড়ায়। 

  • বিছানার সামনে আয়না লাগাবেন না, আয়ুক্ষয় হয় বলে বিশ্বাস। 

  • কোনও অপরিষ্কার বস্তু বা জায়গার দিকে মুখ করে আয়না লাগাবেন না। 

  • শয়ন কক্ষে বিছানার সামনে আয়না লাগালে সম্পর্কে বিশ্বাস কমে, বলছে বাস্তুশাস্ত্র। 

  • ঘরের যে কোনায় আলো আসে না, সেখানে একটা গোলাকার আয়না লাগালে আলোও প্রতিফলিত হবে। আসবে সৌভাগ্যও। 

  • বাথরুমে আয়না এমনভাবে রাখতে হবে যাতে তার টয়লেট সিট দেখা না যায়। এছাড়াও, বাথরুম পরিষ্কারে যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ।

  • মূল দরজার ঠিক সামনে আয়না লাগানো ঠিক নয়। এর ফলে আমাদের ঘরে আসা পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায়। 

  • ঘরের দক্ষিণ ও পশ্চিম দিকে আয়না রাখা উচিত নয়। এতে ঘরের পরিবেশ দূষিত হয়। বাড়িতে বসবাসকারী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। 

  • সুস্বাস্থ্য অর্জন করতে এবং শান্তিতে ঘুমাতে হলে শোওয়ার ঘরে আয়না না রাখা উচিত। বিশেষ পরিস্থিতিতে যদি শোওয়ার ঘরে আয়না লাগাতে হয়, তবে তা বিছানার সামনে রাখা উচিত নয়।

  • বিছানায় ঘুমানোর সময় শরীরের কোনও অংশ আয়নায় দেখা গেলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়ে। মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘায়ু পেতে ভুল দিকে আয়না লাগানো থেকে বিরত থাকুন। 


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।