কলকাতা: জীবনের একটা বড় অংশ দখল করে থাকে আর্থিক চিন্তা। হাতে পর্যাপ্ত টাকা না থাকলে নানা বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। নানা মানসিক টানাপড়েনের মধ্যে থাকতে হয়। প্রয়োজনীয় কাজের জন্য অর্থের সংস্থান নিয়ে চিন্তা গ্রাস করে।


অনেকসময় খুব চেষ্টা, বহু পরিশ্রম সত্ত্বেও পর্যাপ্ত টাকা হাতে আসে না। অর্থ সংক্রান্ত নানা চিন্তা সবসময়েই উদ্বেগে রাখে। বাস্তুশাস্ত্র বলছে এসবের পিছনে একাধিক বিষয়ের প্রভাব থাকে। বিশেষ করে ঘরের অবস্থান, ঘরে কোন জিনিস কোথায় কীভাবে রাখা হয়েছে, তারও প্রভাব পড়ে অর্থের সংস্থানের উপর। বাস্তুদোষ থাকলে শত চেষ্টা করলেও কাঙ্খিত উন্নতি অধরাই থেকে যায়। বাস্তু বিশেষজ্ঞরা বলে থাকেন এই সমস্যা কাটাতে গেলে ঘরে কোথায় টাকা রাখা হচ্ছে সেদিকে নজর দেওয়া প্রয়োজন, বিশেষ করে আলমারির দিকে।


কোনদিকে থাকবে আলমারি:
বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের দক্ষিণ দিকের দেওয়ালের কাছে আলমারি রাখা উচিত। আলমারি এমন ভাবে রাখা উচিত যাতে সেটা খোলার সময় দরজা উত্তরদিকে খোলে। এমন অবস্থান হলে ধনসম্পত্তি এবং উন্নতি দুটোই সহজে আসে।


কী থাকবে আলমারিতে:


ঐশ্বর্য বৃদ্ধি যন্ত্র: বাস্তুশাস্ত্র অনুযায়ী, আলমারিতে রাখতে হবে ঐশ্বর্য বৃদ্ধি যন্ত্র। আলমারি বা সেখানকার ভল্টে এটি রাখতে পারেন। পুরোহিতের পরামর্শে নিয়ম মেনে এটিকে পুজো করে একটি পরিষ্কার লাল কাপড়ে রেখে আলমারির মধ্যে তুলে রাখতে পারেন। এতে অর্থের আগমন বজায় থাকবে।


সুপারি, নারকেল: হিন্দুধর্মে নারকেল দেবী লক্ষ্মীর প্রতীক এবং সুপারি ভগবান গণেশের প্রতীক হিসেবে ধরা হয়। ফলে এই দুটি জিনিস আলমারিতে যেখানে টাকা রাখা হয়, সেখানে রেখে দিলে ভাল ফল দেবে।


ভূর্জপত্র: হিন্দুধর্ম শাস্ত্রে ভূর্জপত্র অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয়। প্রথমে একটি নিটোল গড়নের ভূর্জপত্র নিতে হবে। তারপর একটি পাত্রে গঙ্গাজল নিয়ে সেখানে সামান্য লালচন্দন ফেলে দিতে হবে। সেটা গুলে নিয়ে ময়ূরের পালক দিয়ে ভূর্জপত্রে 'শ্রী' লিখে রাখুন। তারপর সেটা ভল্টে তুলে রাখুন।


তেঁতুল: হিন্দুধর্মে তেঁতুলকে পবিত্র বলে ধরা হয়। একতাল তেঁতুল নিন, তাতে একটা রুপো, একটা তামার কয়েন রাখুন। তারপর গোটা মণ্ডটিকে হলুদ রঙের কাপড়ে মুখে রাখুন। বলা হয়ে থাকে এমন করলে সুখ-সমৃদ্ধি আসে।


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।


আরও পড়ুন: চাকরি-ব্যবসায় সমস্যা ? ফেং শুই উটে রয়েছে প্রতিকার ! কীভাবে রাখবেন ঘরে ?