কলকাতা : মা লক্ষ্মীকে (Maa Lakshmi) ধনদেবী বলা হয়। তাঁর কৃপায় পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। মনে করা হয় যে, ঘরে মা লক্ষ্মীর (Goddess Lakshmi) বিশেষ এই ছবি রাখলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। এই ছবির প্রভাবে কখনোও সংসারে অর্থের অভাব হয় না। চলুন জেনে নেওয়া যাক, ঘরে কীভাবে মা লক্ষ্মীর ছবি রাখা যায় ?


মা লক্ষ্মীর এই ধরনের ছবিকে শুভ বলে মনে করা হয় ?


দেবী লক্ষ্মীর পুজো করলে ধন-সম্পত্তির প্রাপ্তি হয় বলে মনে করা হয়। তাই, ঘরে অবশ্যই লক্ষ্মীর ছবি রাখতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, হাতি ঐরাবতের সঙ্গে দেবী লক্ষ্মীর ছবি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি এই ছবিতে হাতিটি তার শুঁড়ে কলস নিয়ে থাকে তবে তা আরও শুভ ফল দেয় বলে মনে করা হয়।


হাতির পিঠে চড়া মা লক্ষ্মীকে বলা হয় গজলক্ষ্মী। মায়ের এই রূপের পুজো করলে সকল প্রকার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাড়িতে হাতিতে চড়া লক্ষ্মীর এই ধরনের ছবি বা মূর্তি রাখলে সমৃদ্ধি, সুখ, শান্তি, বৈভব, ঐশ্বর্য ও উন্নতির পথ খুলে যায়।


কোন দিকে রাখবেন গজলক্ষ্মীর মূর্তি ?


গজলক্ষ্মীর মূর্তি বা ছবি বাড়ির উত্তর-পূর্ব কোণে বা মন্দিরের ডানদিকে রাখতে হবে। উত্তর দিকে হাতিতে চড়া দেবী লক্ষ্মীর মূর্তি রাখাও শুভ বলে মনে করা হয়। এই দিকগুলিতে গজলক্ষ্মীর ছবি রাখলে পরিবারের সদস্যদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় এবং অনেক উন্নতি হয়।


দেবী লক্ষ্মীর শুভ বাহন হিসাবে রুপো বা সোনার হাতি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তবে সামর্থ্য অনুযায়ী পিতল, কাঠ, ব্রোঞ্জ, মার্বেল ও লাল পাথরেরও আনতে পারেন। এগুলোকেও শুভ বলে মনে করা হয়।


হাতিতে চড়া মা লক্ষ্মী স্বাস্থ্য, সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক। বাড়িতে দেবী লক্ষ্মীর এমন ছবি রাখলে অন্যান্য দেব-দেবীর আশীর্বাদও পাওয়া যায়। এ ধরনের ছবি বা মূর্তি পথে আসা বাধা দূর করে সামনে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে।


ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে