কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অস্ত্রোপচার করতে হয়েছে তাঁর। গত এক মাস ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেই সমস্ত সামলেই 'বহুরূপী' (Bohurupi)-র শ্যুটিং শেষ করেন অভিনেত্রী। চিকিৎসকের কাছে গেলে জানা যায়, অভিনেত্রীর পিত্তথলীতে পাথর রয়েছে। অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। বছর দুয়েকের মধ্যেই একাধিক অস্ত্রোপচার হয়েছে ঋতাভরীর। ফের একবার অস্ত্রোপচার করাতে হল অভিনেত্রীকে। তবে নিজের সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য নিয়ে কোনও আপডেট শেয়ার করেননি ঋতাভরী। কিন্তু নজর কাড়ল এক নার্সের পোস্ট।
ঋতাভরী যে বেসরকারী হাসপাতালে ভর্তি, সেই হাসপাতালেরই একজন নার্স অভিনেত্রীকে নিয়ে একটি লম্বা পোস্ট করেছেন। সঙ্গে একটি ছবিও। সেই নার্স লিখেছেন, 'ছোটবেলায় বাড়িতে টিভি ছিল না। লোকের বাড়ি গিয়ে 'ওগো বধূ সুন্দরী' দেখতাম। ললিতা আর ঈশানের কেমিস্ট্রি লেখার জন্য। আজ সেই ঋতাভরীর চক্রবর্তীর ওটি-তে একমাত্র সিস্টার আমি। আমার সেই ক্রাশ আমার সামনে। আমার হাত ধরে। অজ্ঞান হওয়ার আগে থেকে জ্ঞান আসার পরে ঘণ্টাদেড়েক পর্যন্ত ওঁর কেসটা আমিই দেখেছি। যতটুকু বুঝেছি, ওঁর বিন্দুমাত্র সারল্যের অভাব নেই। এই সকালটা আমি কোনোদিন ভুলব না। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ম্যাম। একজন ওটি টোকনোলজিস্ট হিসেবে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।' এই পোস্টের সঙ্গে যে ছবিটি শেয়ার করে নিয়েছেন সেই নার্স, সেখানে রয়েছে একটি ছবি। ঋতাভরীর সঙ্গে। ঋতাভরীও সেই ছবিতে নার্সের সঙ্গে হাসছেন।
ঋতাভরী এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। অস্ত্রোপচার হয়ে গিয়েছে তাঁর। এখনও বিশ্রামেই রয়েছেন অভিনেত্রী। হাসপাতালে সবসময়ে মেয়ের সঙ্গে রয়েছেন মা শতরূপা সান্যাল ও দিদিও। সামান্য অম্বলের সমস্যা নিয়েই চিকিৎসকের কাছে গিয়েছিলেন ঋতাভরী। এরপরে জানা যায়। অভিনেত্রীর পিত্তথলিতে পাথর রয়েছে। অস্ত্রোপচারই করতে হবে। সেইমতো অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
প্রসঙ্গত, আগামীতে 'বহুরূপী' ছবিতে ঋতাভরীকে দেখা যাবে। আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee)-র স্ত্রীর ভূমিকায় এই ছবিতে দেখা যাবে তাঁকে। সদ্যই প্রকাশ্যে এসেছে তাঁর লুক। পুজোর সময় মুক্তি পাওয়ার কথা বহুরূপীর।
আরও পড়ুন: Tollywood Update: নারী-বেশে জয়, কোন 'পরিচয় গুপ্ত' করতে চাইছেন ঋত্বিক, ইন্দ্রনীল, দর্শনারা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।