কলকাতা: হঠাৎ খরচ এসে যাচ্ছে। চেষ্টা করলেও জমানো হয়ে উঠছে না। চাকরিতে বেতন বৃদ্ধি আটকে গিয়েছে। ব্যবসায় মনের মতো লাভ হচ্ছে না। এমনই নানা আর্থিক সমস্যার মুখোমুখি হন অনেকেই। সব ঠিকমতো চললেও কোথাও না কোথাও রোজগার নিয়ে সমস্যা হয়। চেষ্টা করেও সমস্য়া মেটে না। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সমস্যার সঙ্গে সরাসরি যোগ থাকে বাস্তু সমস্যার।


স্বাস্থ্য হোক বা অর্থ অথবা মানসিক শান্তি। সবকিছু ভাল থাকার সঙ্গেই যোগ রয়েছে বাস্তুশাস্ত্রের (Vastu tips)। বাস্তু মেনে ঘরে সব ঠিক ঠিক থাকলেও তার ভাল ফল পড়ে জীবনে, এমনটাই বলেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। অর্থ দিয়ে সব কেনা যায় না। এমনটা বলে থাকেন অনেকে। কথাটা সর্বক্ষেত্রে ভুল নয়। কিন্তু ঠিকমতো বেঁচে থাকতে, প্রয়োজন মেটাতে আর্থিক স্থিতাবস্থা থাকা অত্যন্ত প্রয়োজন। অর্থ সঙ্কট মেটাতে বাস্তুশাস্ত্র ঠিক কী কী পরামর্শ দেয়?


কী কী পরামর্শ:



  • আর্থিক সমস্যা এড়াতে ঘরের উত্তর-পূর্ব (North East Direction) দিকে ঠিকমতো নজর দেওয়ার কথা বলে বাস্তুশাস্ত্র। সবসময় ঘরের উত্তর-পূর্ব দিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এর ফলে মাথা ঠান্ডা থাকবে। 

  • বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর পূর্ব দিকে জলের ফোয়ারা রাখা যায়। তা ঠিকমতো টাকার জোগান নিশ্চিত করতে পারে।

  • উত্তর-পূর্ব দিকে ফোয়ারা রাখলেও, দক্ষিণ পূর্ব দিকে যেন জল সংক্রান্ত কোনও জিনিস না থাকে, এমনটাই সতর্ক করছেন বাস্তুশাস্ত্রবিদরা।

  • অনেক সময় আগে থেকেই বাড়ির দক্ষিণ পূর্ব (South East Direction) দিকে জল সংক্রান্ত জিনিস রয়ে গিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে একটি উপায়ও বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। এমন হলে দক্ষিণ পূর্ব দিকে লাল রঙের বাল্ব রাখতে হবে।

  • ঘরে এমনভাবে আলমারি রাখতে হবে, যাকে আলমারির দরজা খুললে তা উত্তর দিকে মুখ করে খোলে। যদি সেই সুযোগ না থাকে তাহলে এমনভাবে রাখতে হবে যাতে পূর্ব দিকে মুখে করে আলমারির দরজা খোলে। সেটাও না হলে উত্তর পূর্ব দিকে মুখে করে আলমারি রাখতে হবে।


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।


আরও পড়ুন: বাড়িতে কীভাবে রাখেন ঝাড়ু? ভাগ্য বদলানোর উত্তর লুকিয়ে সেখানেই