বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: একই জেলা। দুটি ক্ষেত্রেই সমবায় নির্বাচন। কদিনের ব্যবধানেই এই দুটি আলাদা নির্বাচনে জোটের আলাদা ছবি। মহিষাদলের গেঁওখালি সমবায় সমিতির ভোটে বাম-বিজেপিকে হারাতে জোট বাঁধল তৃণমূল ও কংগ্রেস। পঞ্চায়ের ভোটের আগে এমন জোটছবি নজর কাড়ছে রাজ্য রাজনীতিতে।


কংগ্রেস-তৃণমূল জোট: 
নন্দকুমারে তৃণমূলকে আটকাতে সিপিএম-বিজেপি সমর্থিতরা জোট বেঁধে, বাজিমাত করেছিল। আর এবার সেই জেলারই মহিষাদলে, সমবায় ভোটে নতুন সমীকরণ তৈরি হয়। সেখানে এবার হাত মেলালেন কংগ্রেস ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শুধু তাই নয়, জয়ের মুখও দেখেছেন তাঁরা। মহিষাদলের গেঁওখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন ৪৯। তার মধ্যে তৃণমূল ও কংগ্রেস সমর্থিতদের জোট পেয়েছে ৩১টি আসন। এছাড়া সিপিএম ৯টি ও বিজেপি ৯টি করে আসন পেয়েছে। নন্দকুমারে জিতেছিল সিপিএম-বিজেপি ‘জোট’। মহিষাদলে জয়ী হল কংগ্রেস-তৃণমূল ‘জোট’


নন্দকুমারে অন্য ছবি:
পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জিতেছে বাম-বিজেপি জোট। সেখানে ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। ৪৬টি আসনে তৃণমূল (TMC) প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। গতকাল বাকি ১১টি আসনে নির্বাচন হয়। তৃণমূলকে রুখতেই এই জোট, দাবি করেছিল বাম-বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী প্রার্থীরা জানিয়েছেন, গোটা রাজ্যে মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাচ্ছে, সেই ধারা বজায় রেখেই এই জোট। যদিও সবস্তরে বাম-বিজেপি হাত মিলিয়েছে বলে খোঁচা দিয়েছিল তৃণমূল। 


নন্দকুমারে সফল হলেও মহিষাদলে অন্য একটি সমবায় ভোটে বাম-বিজেপির প্রার্থীরা স্থানীয় স্তরে জোট করলেও হেরে গিয়েছিল। কেশবপুরজালপাই রাধাকৃষ্ণ সমবায় পরিচালন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছিল তৃণমূল। ৭৬টি আসনের মধ্যে ৬৮টিতে জয় তৃণমূলের। বাম-বিজেপি 'জোট' পেল ৮টি আসন।


পঞ্চায়েত ভোটের আগে কাজে এল না নতুন কৌশল। কাজে লাগল না নন্দকুমার মডেল। মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে দাগই কাটতে পারল না বাম-বিজেপি ঐক্যমঞ্চ। বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ধাক্কা খেয়েছিল বাম-বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। তার দুই সপ্তাহ আগে নন্দকুমারেই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছিল বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। সেখানে ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কিন্তু, সেই কৌশল কাজে আসেনি মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে। সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন ৭৬টি। তৃণমূল জয়ী হয়েছিল ৬৭টি আসনে। বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চের ঝুলিতে গিয়েছিল মাত্র ৮টি আসন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থী। সবমিলিয়ে সমবায়ের ৬৮টি আসনই গিয়েছিল তৃণমূলের দখলে।  


আরও পড়ুন: উদ্ধার বিপুল বারুদ, বাজেয়াপ্ত সকেট বোমা, কীভাবে আসছে এত অস্ত্র?