Venus Transit : শুক্রগ্রহ দেখাবে খেলা ! রাশি বদল করেই বড়লোক করবে ৩ রাশিকে, রাজযোগে কপাল খুলবে কাদের

Venus Transit Raj Yog :  শুক্র গ্রহ এবার ৩ টি রাশির চিহ্নের জীবনে রাজযোগ ডেকে আনবে। কোনও রাশিতে রাজযোগ থাকার অর্থ তাঁর ধন-সম্পত্তিতে কোনও অভাব না হওয়া। 

Continues below advertisement

শুক্র গ্রহ অনুকূল অবস্থানে থাকলে মানুষের  সম্পদ ভাগ্য খুলে যায়। এই গ্রহ মানুষের জীবনে খ্যাতে ও  গৌরব এনে দেয়।   যে ব্যক্তির কুণ্ডলীতে শুক্রের অবস্থান দৃঢ়,  সে জীবনে সাফল্য ও গৌরব পায় সহজে।  রোগ-তাপ থেকে দূরে রাখে শুক্র। শুক্র গ্রহও অন্যদের মতো নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশি পরিবর্তন করে।  এই ট্রানজিটের প্রভাব প্রতিটি রাশির ক্ষেত্রে আলাদা আলাদা। আগামীকাল অর্থাৎ ১৬ জুলাই , মঙ্গলবার , শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে।  শুক্র গ্রহ এবার ৩ টি রাশির চিহ্নের জীবনে রাজযোগ আনতে পারে। কোনও রাশিতে রাজযোগ থাকার অর্থ তাঁর ধন-সম্পত্তিতে কোনও অভাব না হওয়া। 

Continues below advertisement

তুলা রাশি 

তুলা শুক্রগ্রহের নিজস্ব রাশি । শুক্রের গমন তুলা রাশির জাতকদের জন্য অনেক সুখবর বয়ে নিয়ে আসে। শুক্র গ্রহের প্রভাবে সঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি ডেকে আনে। পুরনো ভুল বোঝাবুঝি কাটাতে জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যান।  হঠাৎ পুরানো বিনিয়োগ থেকে অর্থ আসতে পারে। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হতে পারে। সমাজের কোনও বড় ব্যক্তির সাহচর্যে গৌরব আসতে পারে। যোগাযোগগুলো কাজে লাগান।  

কর্কট রাশি 

 শুভ দিন শুরু হল বলে। শুক্র এই রাশির জাতকদের উপর দারুণ প্রভাব ফেলবে।  আয় বাড়তে পারে জাতকদের। পদোন্নতির অপেক্ষায় আছেন ? হতে পারে। মাইনে বাড়ারও যোগ আছে। অর্থাৎ সর্বাঙ্গীন উন্নতি কর্মক্ষেত্রে।  এই রাশির জাতকদের কঠোর পরিশ্রমের প্রশংসা হবে সব জায়গায়।  বড় দায়িত্ব পেতে পারেন। সম্পত্তি নিয়ে সমস্যায় থাকলে , ঝামেলা মিটবে।  আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 

কুম্ভ রাশি 

কুম্ভ রাশির জাতকরা এই ট্রানজিটের জন্য লাভবান হবেন। এই রাশির জাতকদের আয়  ব্যয়ের তুলনায় অনেক বেশি হবে। এই রাশির জাতকদের সন্তানরা পড়াশোনায় উন্নতি করতে পারে। বাড়িতে কিছু সামাজিক বা শুভ অনুষ্ঠান পাকা হতে পারে। রাজনীতিতে উন্নতির যোগ রয়েছে এই রাশির জাতকদের। চাকরি ক্ষেত্রে উন্নতি আসবে।  সাফল্য পেতে পারেন সহজেই। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।                   

Continues below advertisement
Sponsored Links by Taboola