কলকাতা : আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন । তার আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সভায় চলল গুলি , একেবারে তাঁর মাথা লক্ষ্য করে। পেনিসিলভানিয়ার সভায় ট্রাম্পের বক্তব্য রাখার সময় ছুটে আসে বুলেট, আর সেকেন্ডের ভগ্নাংশে মাথা সরিয়ে নেন তিনি। বুলের তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তমাখা মুখ নিয়ে মুষ্টি বদ্ধ হাত ওপর দিকে ছুড়ে দেন ট্রাম্প। আর একটু হলেই চলে যেত প্রাণটা ! তামাম বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে মার্কিন মুলুকের এই ঘটনা।  আর এই ঘটনার সঙ্গে উল্টোরথে ঠিক আগে জগন্নাথদেবের আশীর্বাদের যোগ পেলেন ইস্কনের সন্ন্যাসী। কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, জগন্নাথদেবের আশীর্বাদেই বেঁচেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের প্রাণ। একসময় ভগবানের জন্য যা করেছিলেন ট্রাম্প, উল্টোরথের আগেই তারই প্রতিদান স্বরূপ প্রাণরক্ষা করলেন জগতের প্রভু, এমনটাই মত ইস্কনের। এই প্রসঙ্গে তিনি ৭০ দশকের একটি ঘটনার উল্লেখ করেছেন। 


তাঁর মতে এটি হ্যাঁ, নিশ্চিতভাবেই এটি একটি ঐশ্বরিক হস্তক্ষেপ। ঠিক ৪৮ বছর আগে,এই ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতাতেই মার্কিন মুলুকে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন সম্ভব হয়েছিল। আর এই মুহূর্তে বিশ্ব যখন  রথযাত্রা উৎসব উদযাপন করছে, তখন ট্রাম্পকে নিশ্চিথ মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন স্বয়ং জগন্নাথদেব।  


ইস্কনের বক্তব্য অনুসারে, ১৯৭৬ সালে মার্কিন মুলুকে ইস্কন যখন কোথাওই রথ-নির্মাণের জন্য জায়গা খুঁজে পাচ্ছিলেন না, তখন ডোনাল্ড ট্রাম্প বিনামূল্যে রথ নির্মাণের জন্য তার ট্রেন ইয়ার্ড ব্যবহার করতে দিয়েছিলেন। আর এখনও রথযাত্রার সময়। আর ঠিক এখনই এমন আক্রমণ ট্রাম্পের উপর। আর একটুর জন্য নিজেকে রক্ষাও করতে পারলেন তিনি। 


ইস্কনের তরফে বলা হয়, ৪৮ বছর আগে নিউ ইয়র্ক সিটিতে প্রথম রথযাত্রার আয়োজন করার পরিকল্পনা করছিল ইস্কন। ফিফথ অ্যাভিনিউতে প্যারেড পারমিট জোগাজড করা  একটি অলৌকিক ঘটনা থেকে কম ছিল না। সেই সময় রথ তৈরির জন্য বড় খালি জায়গা খুঁজে পাওয়ার সম্ভব হচ্ছিল না।  সাহায্যের জন্য অনেকের কাছেই আবেদন জানানো হয়। কিন্তু তাতে সাড়া মেলেনি।  কয়েকদিন পর,তাঁরা এক সূত্র মারফত জানতে পারেন, ডোনাল্ড ট্রাম্প পুরানো রেলওয়ে ইয়ার্ড কিনেছেন। তাঁর কাছেও আবেদন জানানো হয়। ট্রাম্পও প্রস্তাবটি সহজেই প্রত্যাখ্যান করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। 


 কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস মনে করছেন, সেই সময় ট্রাম্প তাঁর রথ নির্মাণের জন্য যা করেছিলেন, আজ তাঁর প্রাণ রক্ষা করে তাই কৃপাবর্ষণ করলেন জগন্নাথ।