কলকাতা : গ্রহ-নক্ষত্রের বিচারের আজ ৯ জুন থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহটি কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাপ্তাহিক রাশিফলে দেখে নেওয়া যাক, জুন মাসের এই সপ্তাহে কন্যা রাশির ভাগ্যে কী রয়েছে ?


রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। যার অধিপতি বুধ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ৯ থেকে ১৫ জুন পর্যন্ত সপ্তাহটি কন্যা রাশির জন্য ভাল হতে চলেছে। এই সপ্তাহে আপনার চিন্তা থেকে মুক্তি মিলবে। সব কাজ শেষ হবে। ঘর-পরিবার থেকে কাজ সবেতেই আপনি সবার সাহায্য পাবেন। এই সময়ে সমাজে আপনার মান-সম্মান বাড়বে। 


কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল- (Weekly Horoscope For Virgo Zodiac Sign)


সপ্তাহের শুরুতেই আপনি বিভিন্ন রকমের চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনার মনস্কামনা পূরণ হবে। আপনি আপনার বুদ্ধি ও বিবেক দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে সফল হবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সম্পত্তি সংক্রান্ত বিাদ মিটে যাবে। পৈতৃক সম্পত্তি পাবেন।


আপনি অফিসে আপনার যোগ্যতা প্রমাণ করতে সফল হবেন। বিশেষ বিষয় হল- আপনি সিনিয়র এবং জুনিয়র উভয়ের সমর্থন পাবেন, যা আপনার শক্তি বাড়াবে।


ব্যবসায়ীদের তাঁদের ব্যবসা বাড়াতে বড় ঝুঁকি নিতে হতে পারে। পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। কিন্তু কোনও বড় পদক্ষেপ নেওয়ার সময় শুভান্যুধায়ীদের পরামর্শ নেওয়া উচিত।


সপ্তাহের মধ্যভাগে আপনাকে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে। যাত্রা সুখকর এবং লাভদায়ক হবে। সামাজিক ও রাজনীতিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের সম্মানিত করা হতে পারে। সমাজে জনপ্রিয়তা বাড়বে। সন্তানের কোনও বড় সাফল্যে আপনার মান-সম্মান বাড়তে পারে।


প্রেমের ক্ষেত্রে সময় আপনার অনুকূলে। বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। কারও সঙ্গে সম্প্রতি হওয়া বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে। বিবাহিত জীবন সুখের হবে।


আরও পড়ুন ; রবিবার থেকেই ঘুরছে ভাগ্য, বড় ঝামেলা এড়াতে রাশি অনুসারে শুভ রং ও সংখ্যাটি জেনে নিন


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে