কলকাতা: সলমন খান (Salman Khan)-এর হাত থেকে অনিল কপূরের (Anil Kapoor)-এর হাতে গিয়েছে 'বিগ বস ওটিটি' (Big Boss OTT) সঞ্চালনার দায়িত্ব। তৃতীয় সিজনের দায়িত্ব গিয়েছে অনিল কপূরের কাঁধে। কিন্তু জানেন কী, এই শো সঞ্চালনা করার জন্য ঠিক কত টাকা নিচ্ছেন অনিল কপূর? সলমন খানের থেকে তা কতটা বেশি বা কম?
চলতি বছরের ২১ জুন থেকেই শুরু হচ্ছে 'বিগ বস ওটিটি'-র তৃতীয় সিজন। আর সেখানেই সঞ্চালক হিসেবে থাকবেন অনিল কপূর। শোনা যাচ্ছে, ৬৭ বছরের এই অভিনেতা, প্রত্যেক এপিসোডে ২ কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন। প্রত্যেক সপ্তাহে ২ দিনের এপিসোড অর্থাৎ, সাপ্তাহিক ৪ কোটি টাকায় এই সঞ্চালনা করছেন অনিল কপূর। কিন্তু সলমন খান? দীর্ঘদিন থেকে যিনি বিগ বস পরিচালনা করে আসছেন, তাঁর পারিশ্রমিক ঠিক কত ছিল?
সূত্র বলছে, সলমন খান অনিল কপূরের ৬ গুণ বেশি পারিশ্রমিক নিতেন এই শো সঞ্চালনা করার জন্য। তবে তাঁর জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। কেন তিনি এই শো থেকে সরলেন, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। এর আগে বিগ বসের সঞ্চালক হিসেবে দেখা গিয়েছিল কর্ণ জোহরকেও। শোনা যাচ্ছে, তিনি নাকি ২ থেকে আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিতেন প্রত্য়েক এপিসোডে। তবে আপাতত অনিল কপূর সঞ্চালনায় নতুন কী কী অভিনবত্ব নিয়ে আসেন, তা দেখার অপেক্ষায় বিগ বস অনুরাগীরা।
আজ অনিল কপূর কন্যা সোনম কপূরের জন্মদিন। অনিল কপূরের বাবা হওয়ার দিন। মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করেছেন অনিল কপূর। লিখেছেন, 'শুভ জন্মদিন সোনম। আমার প্রথম সন্তান। তুমি চিরকাল আমার হৃদয়ে বিশেষ একটি স্থান অধিকার করে থাকবে। তোমার বেড়ে ওঠা, পরিণত হওয়া নিজের চোখে দেখতে পাওয়া আমার কাছে আশীর্বাদ। আমি অবাক হয়ে দেখি, প্রত্যেকটা পরিস্থিতিকে, তুমি কেমন করে শক্ত হাতে সামাল দাও।'
আরও পড়ুন: Shah Rukh Khan: দীর্ঘ কেরিয়ার, বিপুল জনপ্রিয়তা, তবুও কেন কখনও রাজনীতিতে আসার কথা ভাবলেনই না শাহরুখ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।