তুলা রাশি (Tula Rashi)- বুধবার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে তুলা রাশির জাতকদের। কাজে সতর্ক থাকুন। ব্যবসায় কারো উপর অতিরিক্ত নির্ভরতা ক্ষতিকারক হতে পারে। আর্থিক ক্ষেত্রে বুদ্ধি করে বিনিয়োগ করুন। পড়াশোনায় ওঠা-নামা লেগে থাকতে পারে। পরিবারে মতভেদ থাকতে পারে।

বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- বুধবার ব্যবসায় সাবধানে লেনদেন করুন বৃশ্চিক রাশির জাতকরা। আইনি নথিপত্র পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। এদিন স্বাস্থ্য সমস্যা হতে পারে। যে কারণে কাজেও প্রভাব পড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের কারণে পড়াশোনা প্রভাবিত হতে পারে। পারিবারিক ক্ষেত্রে বিবাদ হতে পারে। স্থান পরিবর্তনের যোগ তৈরি হতে পারে।

ধনু রাশি (Dhanu Rashi)- কোনও নতুন কাজ শুরু করার জন্য বুধবার আর্থিক সহায়তা পেতে পারেন ধনু রাশির জাতকরা। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক সাহায্য পরিস্থিতির উন্নতি করবে। শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের ফল পাবে। পারস্পরিক মতবিরোধের সমাধান হবে। নতুন সদস্যের আগমন সম্ভব।

মকর রাশি (Makar Rashi)- বুধবার কাজে উন্নতি হতে পারে মকর রাশির জাতকদের। ভালো খবর পেতে পারেন। সম্পত্তি চুক্তি থেকে লাভ হতে পারে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে। একাগ্রতা জারি থাকবে। যার ফল মিলবে ভালো। শুভকাজের যোগ রয়েছে। পরিবারে আনন্দ থাকবে।

কুম্ভ রাশি (Kumbha Rashi)- বুধবার গাড়ি চালানোর সময় সাবধান থাকতে হবে কুম্ভ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায় বুদ্ধি করে বিনিয়োগ করুন, অন্যথা ক্ষতি হতে পারে। অপরিচিত কাউকে টাকা ধার দেওয়া ক্ষতিকর হবে। এদিন পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে।

মীন রাশি (Meen Rashi)- কাজে ধীরে ধীরে সাফল্য মিলবে মীন রাশির জাতকদের। ভ্রমণ সফল হবে। ব্যবসায় পরিবর্তনের যোগ আছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আর্থিক বিষয়ে আপনি সাফল্য পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। আপনার প্রেমিকের সাথে সমন্বয় বাড়বে। মতপার্থক্যের অবসান হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। ABP ANANDA ASTROLOGY Know Luck of Zodiac Signs