নয়াদিল্লি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিদিন কোনও না কোনও দেবতাকে আরাধনা করা হয়। সপ্তাহের একেক দিনের সঙ্গে রয়েছে একেক গ্রহের যোগ। ঠিক যেমন সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয়। মঙ্গলবার বীর হনুমানের পুজো করা হয়। একইভাবে বুধবার ভগবান গণেশের আরাধনা করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুধবার কিছু কাজ করা নিষিদ্ধ। জেনে নিন বুধবার কোন কাজগুলো করা অশুভ বলে মনে করা হয়।
বুধবার কি করা উচিত নয়
- কোনওদিনই কোনও মহিলাকে অপমান করা উচিত নয়। কিন্তু বুধবার এই কাজ একেবারেই করবে না। শুধু তাই নয়, কোনও রূপান্তরকামীকেও এই দিন অপমান করবেন না। বুধবার যদি নপুশকদের কিছু দান করা শুভ বলে মনে করা হয়।
- জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বুধবার পান খাওয়া থেকে বিরত থাকা উচিত। বিশেষ এই দিনে পান খেলে নাকি অর্থনৈতিক ক্ষতি হয়। এর পাশাপাশি সব সময় অর্থের অভাব থাকে।
- বুধবার বাড়িতে দুধ পুড়তে দেবেন না। অনেক সময়ই বেখেয়ালে দুধ ফুটে উথলে পড়ে। সেটি করা অশুভ বলে মনে করা হয়। তাই এই দিনে দুধ সাবধানে ফোটানো উচিত।
- ধর্মীয় বিশ্বাস অনুসারে, বুধবার টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত। বুধবার টাকা ধার দেওয়া আর্থিক সমস্যা আসতে পারে আগামী দিনে।
- বুধবার নতুন জুতো বা জামাকাপড় কেনা অশুভ বলে মনে করা হয়। এমনটা করলে ক্ষতি হতে পারে। এ ছাড়া চুলে প্রসাধনী বা চুলে ব্যবহারের কোনও জিনিসপত্রও কেনা উচিত নয়।
- জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধবার শ্বশুর বাড়িতে যাওয়া থেকে এদিনবিরত থাকলে ভাল। এছাড়াও, কুণ্ডলীতে বুধ গ্রহ অশুভ অবস্থানে থাকলে ভ্রমণের কারণে দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে।
- জীবনে আসা সমস্যা থেকে মুক্তি পেতে বুধবার গরুকে ঘাস খাওয়াতে হবে। এটি বিশ্বাস করা হয় যে এটি বুধ গ্রহের অশুভ প্রভাবের অবসান ঘটায়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন
Class 10