মুম্বই : বড়সড় জরিমানার মুখে পড়তে হল বিরাট কোহলিকে (Virat Kohli Fined)। ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল তাঁকে। শুধু কোহলিকেই নয় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামা ইমপ্যাক্ট প্লেয়ার ও বিরাট-সহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers) প্রথম একাদশের সব ক্রিকেটারকে জরিমানা করেছে আইপিএল (IPL) কর্তৃপক্ষ।
রাজস্থানের বিরুদ্ধে স্লো-ওভার রেটের জেরে আরসিবি-র সেদিনের ম্যাচের অধিনায়ক বিরাট কোহলিকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চলতি আইপিএলে দ্বিতীয় ম্যাচে একই ধরণের ভুল করার জেরে ইমপ্যাক্ট প্লেয়ার ও প্রথম একাদশের সব ক্রিকেটার পড়েছেন জরিমানার মুখে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আরসিবি-র হয়ে রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামা ক্রিকেটারদের প্রত্যেককে হয় ম্যাচ ফি-র ২৫ শতাংশ বা ৬ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। ক্রিকেটারদের জরিমানার ক্ষেত্রে যে অঙ্কটা কম, তাঁদেরকে খোয়াতে হবে সেই টাকা।
এদিকে, জরিমানার মুখে পড়েছেন ডেভিড ওয়ার্নারও (David Warner Fined)। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hydeabad) বিরুদ্ধে স্লো-ওভার রেটের জেরে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়কের ওপর নেমে এসেছে আর্থিক শাস্তির খাঁড়া। ডেভিড ওয়ার্নারের ১২ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। দুটি পৃথক বিবৃতিতে দুই শাস্তি ঘোষণার করা জানানো হয়েছে।
স্লো-ওভার রেটের ফলে আইপিএলের কোড অফ কনড্যাক্ট ভাঙার দায় চেপেছে তাঁদের ওপর। যার জেরে নেমেছে শাস্তির খাঁড়া। প্রসঙ্গত, চলতি আইপিএলে ইতিমধ্যে একবার স্লো-ওভার রেটের জেরে আরসিবিকে সতর্ক করার পাশাপাশি তাঁদের অধিনায়ক ফাফ ডু প্লেসির (Faf Du Plessis) ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। রাজস্থান ম্যাচে স্লো-ওভার রেটের দায় চলতি প্রতিযোগিতায় দ্বিতীয়বার চেপেছে আরসিবি-র ঘাড়ে। রাজস্থান ম্যাচে ফাফ খেললেও দীর্ঘ ব্যবধানের পর ওই ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক যেহেতু রাজস্থান ম্যাচে আরসিবি-র অধিনায়ক ছিলেন, তাই বড় শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকেই।
প্রসঙ্গত, অধিনায়কের দায়িত্বে ফিরে অবশ্য ব্যাঙ্গালোর শিবিরের জয়ের রাস্তাতেই রাখতে সক্ষম হয়েছিলেন বিরাট কোহলি। রাজস্থান রয়্যালসকে যে ম্যাচে ৭ রানে হারিয়েছিল আরসিবি। অপরদিকে, হায়দরাবাদকেও একই ব্যবধানে হারিয়েছে দিল্লি শিবির। আইপিএলের শুরুতে টানা পাঁচ ম্যাচে হারের পর জোড়া জয় পেয়েছে ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন- রান-ব্যবধান কমালেন ওয়ার্নার, শীর্ষেই ফাফ, কী অবস্থা অরেঞ্জ ক্যাপের লড়াইয়ের ?