জেনে নেওয়া যাক, আগামী সপ্তাহের রাশিফল। ২৯ অগাস্ট ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের সপ্তমি তিথি দিয়ে আগামী সপ্তাহ শুরু হচ্ছে। দেখে নেওয়া যাক, রাশিফল অনুযায়ী এই সপ্তাহ আপনার কেমন যাবে।
মেষ- একঘেঁয়ে রুটিনের কারণে কিছুটা অশান্ত থাকতে পারে মন। সেজন্য জীবনে একঘেঁয়েমি কাটিয়ে সতেজতা আনতে খেলাধূলোর মতো শারীরিক কার্যকলাপে যুক্ত হতে পারেন। এতে শুধু শারীরিক ও মানসিক দিক থেকে ফিট হয়ে ওঠা নয়, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সৃষ্টিশীলতায় আসবে। ব্যয়ের দিকে নজর রাখতে হবে। দীর্ঘ অসুস্থতা সারিয়ে সুস্থ হয়ে উঠতে পারেন মা। মায়ের সঙ্গে সম্পর্ক আরও জোরাল হবে। অংশীদারিত্বের ব্যবসা হলে অংশীদারের প্রতিশ্রুতি খেলাপের সম্মুখীন হতে পারেন। এতে আপনার ওপর চাপ বাড়বে। তবে হতাশ হবেন না বা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাবেন না। সৌহার্দ্যপূর্ণভাবে সমস্যার সুরাহার চেষ্টা করুন।
বৃষ-সোনা, গহনা ও জমির মতো সম্পত্তিতে লগ্নি লাভজনক হতে পারে। এতে ভবিষ্যতে ভালো অর্থ আদায় হতে পারে। ব্যবসায়ীদের কোনও বাণিজ্যিক বা আইনি নথিতে সই করা থেকে বিরত থাকাই ভালো। কারণ, এতে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ। দীর্ঘদিন পর পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। কঠোর পরিশ্রমের সুফল পাবেন পড়ুয়ারা। গাঁটে বা পীঠে ব্যথায় ভুগলে অসুস্থতার ক্ষেত্রে উন্নতি দেখা দিতে পারে।
মিথুন- চলতি সপ্তাহে এমন কারুর সঙ্গে জড়িয়ে পড়বেন না, যাঁরা আপনার চাপ বা মানসিক যন্ত্রণার কারণ। এমনটা করতে পারলে, আপনার মনোভাব ইতিবাচক থাকবে এবং লক্ষ্য অর্জনে মনোনিবেশ করতে পারবেন। সেজন্য যে কোনও পরিস্থিতিতে চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। দামী সামগ্রীর খেয়াল রাখুন। কারণ, হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ির বকেয়া কাজ সম্পূর্ণ করতে ছুটি নিতে চাইতে পারেন। এতে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। চলতি সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে। বাইরের খাবার এড়িয়ে চলুন।
কর্কট- পেশাদার জীবনে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আপনাকে নতুন লক্ষ্য পূরণের দায়িত্ব দেওয়া হতে পারে। কাজে গাফিলতি এড়াতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতীতে পারছিলেন না, এমন কোনও সিদ্ধান্ত চলতি সপ্তাহে নিতে পারবেন। অতীতের লগ্নি থেকে আর্থিক সুফল মিলবে। নতুন লগ্নি করতে চাইলে সবদিক ভালো করে বিবেচনা করে দেখতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বাড়িতে সম্বৃদ্ধি ও খুশির পরিবেশ তৈরি করবে। অতীতে যে বিষয় বুঝতে অসুবিধা হচ্ছিল, পড়ুয়ারা চলতি সপ্তাহে তা আয়ত্ত করতে পারবেন।
সিংহ- চলতি সপ্তাহে আবেগ, বিশেষ করে, ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে। সহকর্মীদের আচরণে বিরক্ত হতে পারেন, ফলে বচসায় জড়িয়ে পড়তে পারেন। ফলে আপনার সুনাম ধাক্কা খেতে পারে। অতীতের চুক্তির জন্য ব্যবসায়ীরা লাভ পেতে পারেন। আত্মীয়র কোনও শুভ অনুষ্ঠান পরিবারের মনোযোগ আকর্ষণ করতে পারে। দূর সম্পর্কের কোনও আত্মীয়র কাছ থেকে সুসংবাদে খুশি হতে পারেন। ভালো গ্রেড পেতে তরুণদের পরিশ্রম করতে হবে। পেটের সমস্যা ভোগাতে পারে।
কন্যা- তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেবেন না। বিনোদন থেকে শুরু করে সামাজিক মেলামেশার কারণে ব্যয় বাড়তে পারে। কাজ সুসম্পন্ন করার দক্ষতা বৃদ্ধি পাবে। সৃষ্টিশীলভাবে ব্যবসা বাড়াতে বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের কাছ থেকে সহায়তা পাবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অগ্রগতির পথ প্রশ্বস্ত হবে। চলতি সপ্তাহে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। পরিবারে কোনও বিবাদ দেখা দিলে দ্রুত নিষ্পত্তি হবে। আগের সপ্তাহের তুলনায় স্বাস্থ্য ভালো যাবে। ফিট থাকতে নিয়মিত ব্যায়ামগুলি করুন।
তুলা- চলতি সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আয়ের বিভিন্ন সুযোগ পাবেন। একইসঙ্গে বাড়বে সম্মান ও মর্যাদা। চলতি সপ্তাহে কেরিয়ারে কোনও কাজের খামতি না থাকার সম্ভাবনা রয়েছে। হতাশা এড়াতে আচরণে শান্ত ও সংযতভাব বজায় রাখুন। পরিবারের দিক থেকে চলতি সপ্তাহ খুবই ভালো যাবে। পরিস্থিতি অনুকূল থাকবে। নতুন কিছু শিখছেন, এমন পড়ুয়ারা ভালো ফল পাবেন, কারণ তাঁদের বুদ্ধিগত দক্ষতা বৃদ্ধি পাবে। মুখমণ্ডল ও গলা সংক্রান্ত পুরানো অসুস্থতার আরোগ্যলাভের সম্ভাবনা।
বৃশ্চিক-ব্যক্তিগত কারণে চলতি সপ্তাহে হাতে থাকা কাজ সময়ের আগে সম্পূর্ণ নাও হতে পারে। ফলে কাজের চাপ বাড়বে এবং এতে মানসিকভাবে দুর্বল হতে পারেন। ব্যবসায়ীরা নতুন অংশীদারের সঙ্গে কোনও চুক্তি করতে পারেন, দীর্ঘমেয়াদে তা সুফল দিতে পারে। সুচিন্তিতভাবে লগ্নির পরিকল্পনা করুন এবং দ্রুত তা রূপায়ণ করুন। সরকারি কর্মীরা বকেয়া পদোন্নতি বা বদলি নিয়ে কাঙ্খিত সুসংবাদ পেতে পারেন। বিবাহিতদের জীবনসঙ্গীর আত্মীয়দের সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য সময় কাটাতে হবে। পড়ুয়াদের সামনে সমস্ত বাধা দূর হবে এবং প্রতিযোগিতায় সাফল্য পাবেন। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
ধনু-চলতি সপ্তাহে অফিসে কাজে মনোযোগে সমস্যা হতে পারে। কারণ, কেরিয়ার নিয়ে দ্বিধাগ্রস্ততা থাকবে। ব্যবসায়ীদের প্রচুর সুযোগ আসবে। ফলে তাঁরা তাদের কর্মপদ্ধতিতে বড়সড় বদল দেখতে পাবেন। অপ্রয়োজনীয় বিষয়ে খরচ এড়িয়ে চলুন। নাহলে আর্থিক পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে। আপনার ছোটভাই জীবনের সর্বক্ষেত্রে প্রচুর সাফল্য পেতে পারেন। অতীতের স্মৃতিতে ভারাক্রান্ত হয়ে পড়াশোনায় মনোনিবেশে ব্যাঘাত ঘটতে পারে পড়ুয়াদের। মানসিক শক্তি বাড়াতে ধ্যান ও যোগানুশীলন করলে সুফল মিলবে। বাসি খাবার এড়িয়ে চলুন।
মকর-বাড়ি সংক্রান্ত বিষয়ে লগ্নি করতে চাইলে চলতি সপ্তাহ শুভ সময়। কারণ, এই লগ্নি আপনার পক্ষে লাভজনক হবে। অতিরিক্ত আয়ও হতে পারে। জীবনসঙ্গীর অসুস্থতা উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ফলে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। সমাজে মান-সম্মান বাড়বে। ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। পরিবারের দায়দায়িত্ব পালনে সক্ষম হবেন। প্রচুর কাজে জড়িত থাকতে থাকতে নিজের উদ্যমও অনুভব করবেন।
কুম্ভ- ক্ষতিপূরণ বা ঋণ হিসেবে বড় অঙ্গের অর্থ দীর্ঘদিন আটকে থাকলে, চলতি সপ্তাহে এর ফলাফল আপনার অনুকূলে আসতে পারে। পরিবারের সদস্যের পরামর্শে অতিরিক্ত আয় করতে পারেন। এতে সন্তুষ্ট হবেন। পরিবারের সদস্যদের জন্য ব্যয় হতে পারে। পেশাদারদের জন্য চলতি সপ্তাহ বেশ ভালো যাবে। পর্যবেক্ষণ ও বিশ্লেষণগত দক্ষতা অর্জন করবেন, যা কেরিয়ারে তাঁদের সাহায্য করবে। পড়ুয়ারা পরিশ্রমে খামতি দেবেন না। তাহলে ফল আপনার পক্ষেই যাবে।
মীন- চলতি সপ্তাহে নেচিবাচক চিন্তাভাবনা মনে আসতে পারে। এরফলে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতায় প্রভাব পড়তে পারে। এজন্য কোনও সিদ্ধান্ত নেওয়া আগে অন্যদের কাছ থেকে পরামর্শ নিন। নাহলে কোনও লাভজনক সুযোগ হাতছাড়া হতে পারে। দীর্ঘদিন কাজের সুযোগ যাঁরা পাচ্ছেন না, তাঁদের সামনে পছন্দের কাজের সুযোগ আসবে। এতে আর্থিকভাবে লাভবান হবেন ও কোনও ঋণ শোধ করতে সক্ষম হবেন। পরিবারে পরিবর্তনের কারণে সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। কোনও কোনও পড়ুয়া বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন।