কলকাতা : উত্থান-পতন জীবনে (lifestyle) লেগেই থাকে। ভাল-খারাপ সময়ও। অফিস হোক বা বাড়ি, পারিবারিক জীবন বা চাকরি জীবন, খরচ হোক বা সঞ্চয়...এ সপ্তাহে আপনার ভাগ্যে (astrology) কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। (weekly astrology) এ সপ্তাহটা কেমন যাবে আপনার ? দেখে নিন রাশিফলে...
মেষ- এই সপ্তাহটা আপনার জন্য শুভ। ভাগ্য আপনাকে সঙ্গ দেবে। নতুন কাজ শুরু হবে এবং সাফল্য মিলবে। কেরিয়ার ও ব্যবসার উন্নতি হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। প্রেমে ভাল সময়। বিবাহিত জীবনে সুথ থাকবে।
বৃষ- নতুন এই সপ্তাহ আপনার জন্য ভাল। বাড়ি এবং অফিসে অন্যের সহযোগিতা পাবেন। চাকরির খোঁজ শেষ হবে। প্রেমের সম্পর্কে একটু সাবধানতা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় আপনার ভালবাসা খুব বেশি শেয়ার করবেন না, আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন, ভাল খান এবং ভাল চিন্তা করুন।
মিথুন- মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র । ব্যবসার জন্য আপনাকে ভ্রমণ করতে হতে পারে। বাজারের ওঠানামার প্রভাব দেখা যাবে। পরিবারে উদ্ভূত সমস্যার সমাধানের জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হতে পারে। সমস্যার সমাধান বের করার জন্য সঙ্গী আপনাকে সাহায্য করবেন। যদি বিদেশে ব্যবসা করে থাকেন, তাহলে সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। নিজেরও খেয়াল রাখুন।
কর্কট- এ সপ্তাহে ভাল পরিণতি দেখা যাবে। পরিবারে খুশির মহল থাকবে। কেরিয়ার ও ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। পরিবারে সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। তাড়াহুড়ো করবেন না। বিবাহিত জীবনে একে অপরের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে।
সিংহ- এ সপ্তাহটা আপনার মিশ্রভাবে কাটবে। কিছুটা চিন্তিত থাকতে পারেন। যাঁরা ব্যবসা করছেন, টাকা-পয়সার লেনদেনের সময় তাঁরা একটু সতর্ক থাকুন। কথাবার্তায় সংযম রাখুন। স্বাস্থ্য়-সংক্রান্ত সমস্যা অদেখা করবেন না। নিজের ইচ্ছা অন্যের উপর চাপাবেন না। অন্যথা হাসপাতালে যেতে হতে পারে।
কন্যা- কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে উত্থান-পতন লেগে থাকবে। পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সাহায্য না পেলে আপনার মন খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে যে কোনও কাজ খুব ভেবেচিন্তে করুন। আর্থিক লাভের সম্ভাবনা খুবই কম। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কমতে পারে, যত্ন নিন। জীবনসঙ্গী আপনাকে কঠিন সময়ে সাহায্য করতে পারেন।
তুলা- এই সপ্তাহে আপনার ভাগ্যে রয়েছে সুখ ও সমৃদ্ধি। কেরিয়ার ও ব্যবসায় সাফল্য পাবেন। পরিবারে খুশির আগমন হবে। পরিবারের মানুষগুলোর সঙ্গে হাসিখুশিতে কাটাবেন। একে অপরকে সম্মান করবেন এবং পরিবারের মানুষগুলোর সহায়তায় কাজ সম্পন্ন হবে।
বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি ভাল। তবে, পরিবারে কিছু সমস্যা দেখা দিতে পারে। কাজের প্রতি আপনার মনোযোগ বজায় রাখুন এবং কোনও ভুল না করার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনার বাজেটে টান পড়তে পারে। বিবাহিত জীবনে সঙ্গীর কাছ থেকে সাহায্য পাবেন।
ধনু - ধনু রাশির জাতকরা এই সপ্তাহে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। অলসতা ত্যাগ করে এগিয়ে যেতে হবে। কথাবার্তা নিয়ন্ত্রণ করুন, কারও সঙ্গে কড়া কথা বলবেন না। প্রেমের সম্পর্ক ভাল হবে। প্রেমিকের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবেন। পরিবার নিয়ে যে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
মকর- এই সপ্তাহে লাভবান হবেন এবং বড় পজিশন পেতে পারেন। যদি আপনি বিদেশে গিয়ে সেটেল হওয়ার পর কেরিয়ার বা ব্যবসা বাড়াতে চান, তাহলে এই সময় আপনার জন্য খুবই উত্তম। এর সঙ্গে সম্পর্কিত ভাল খবর পেতে পারেন। বিবাহিত জীবন ভাল কাটবে। রাজনীতিতে বড় পদ পেতে পারেন।
কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে খুব সতর্ক থাকতে হবে। কোনও সুবিধা আপনার ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায় উত্থান-পতন লেগে থাকবে। আপনার আয়ের নতুন পথ তৈরি হবে। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন, কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। দাম্পত্য জীবন ভাল যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
মীন- মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে শুভ সূচনা হবে। আপনি আপনার কাজ সময়মত সম্পন্ন করতে পারবেন। পরিবার এবং ভাইবোনদের কাছ থেকে সমর্থন পাবেন। প্রেমে সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল যাবে। বিবাহিতদের জীবনে সুখ আসবে। স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথা আপনি মরসুমি রোগের শিকার হতে পারেন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)