হাংঝৌ: এশিয়ান গেমসের (Asian Games 2023) অষ্টম দিনে ভারতের প্রথম সোনা এল শ্যুটিংয়ে। ট্র্যাপ ইভেন্টে পুরুষদের দলগত বিভাগে সােনা জিতল ভারত। দলে ছিলেন কেনান চেনাই, জোরাভর সিংহ ও পৃথ্বীরাজ তোন্ডাইমন। ট্র্যাপ ইভেন্টে কেনান ফাইনাল রাউন্ডে ২৫/২৫ স্কোর করে দলের সোনা নিশ্চিত করেন।  পুরুষদের সাফল্যের দিনে সফল মহিলা ট্র্যাপ দলও। তাঁরাও পদক জিতলেন। ভারতের মহিলা ট্র্যাপ দল রুপো জিতলেন এশিয়ান গেমসে। 


এদিকে, এদিন মহিলাদের ক্যানো স্প্রিন্ট ২০০ মিটার ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের মেঘা প্রদীপ। তিনি সময় নিয়েছেন ৫৬.৭০৫। তবে লংজাম্প ও জ্যাভলিনের হেপ্টাথেলন ইভেন্টে সাফল্য়  পেলেন না বাংলার স্বপ্না বর্মন। জ্যাভলিনে হেপ্টাথেলন ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করলেন বাংলার স্বপ্না বর্মন। ৪১.৯১ মিটার থ্রো করেছেন তিনি। পুরুষদের ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে জায়গা করে নিলেন অম্লান বড়গোহাঁই। তিনি ২১.০৮ সেকেন্ড সময় নেন। গল্ফে রুপো জিতলেন ভারতের অদিতি অশোক। থাইল্যান্ডের প্রতিযোগী সোনা ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী ব্রোঞ্জ জিতলেন। মহিলাদের দলগত বিভাগে অবশ্য চতুর্থ স্থানে শেষ করল ভারত। 


উল্লেখ্য, ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) সপ্তম দিনটা ভারতীয় অ্যাথলিটদের জন্য় বেশ ভালই কাটল। পাঁচ পাঁচটি পদক জিতে নিল ভারত। আজ ভারত দুইটি সোনা, দুইটি রুপো ও একটি ব্রোঞ্জ পদক জেতে। এর সুবাদেই ভারত এশিয়ান গেমসের পদক তালিকায় চার নম্বরে উঠে এল। ভারত আজকের পদকগুলি মিলিয়ে এখনও পর্যন্ত ১০টি সোনা ও ১৪টি করে রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৮টি পদক জিতেছে।


মহেশ মাঙ্গাওকর (Mahesh Mangaonkar), সৌরভ ঘোষাল (Saurav Ghoshal) ও অভয় সিংহের (Abhay Singh) ভারতীয় জুটি পাকিস্তানকে হারিয়ে স্কোয়াশে এশিয়া সেরা হয়। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেস্ট অফ থ্রি ফাইনালে ২-১ স্কোরে জয় পায় ভারত। এটাই দিনে ভারতের প্রথম পদক। দিনের দ্বিতীয় পদকও সোনারই ছিল।


রোহন বোপান্না (Rohan Bopanna) ও রুতুজা ভোশলে (Rutuja Bhosale) নিজেদের মিক্সড ডাবলস ম্যাচে সোনা জেতেন। চিনের লিয়াং ও হোয়াংয়ের বিরুদ্ধে ভারতীয় জুটি ২-৬ প্রথম সেটে পরাজিত হন বটে। তবে ৬-৩ তাঁরা পরের সেট জিতে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান। সেখানে ১০-৪ জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন বোপান্নারা। তবে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক হাতছাড়া হয় ভারতের।


এরপর ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সরবজোৎ সিংহ এবং দিব্বাসুব্বারাজুর মিক্সড ডাবলস জুটি রুপো জেতে। চিনের থেকে মাত্র দুই কম, ১৪ পয়েন্ট পেয়ে ভারত সোনা হাতছাড়া করে। ভারতীয় অ্যাথলিটদের জন্যও আজ দিনটা বেশ ভাল ছিল। কার্তিক কুমার ও গুলভীর সিংহ পুরুষদের ১০ হাজার মিটারে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জেতেন। কার্তিক ২৮:১৫.৩৮ সেকেন্ড ও গুলভীর ২৮:১৭.২১ সেকেন্ডে নিজেদের ইভেন্ট শেষ করেন।